নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৩ জুলাই৷৷ ব্যাঙ্গালুরুতে ট্রেনের নীচে কাটা পড়ে মৃত্যু রাজ্যের এক যুবকের৷ মৃত যুবকের নাম বদরুল হক (২৮), বাড়ী উত্তর জেলার কদমতলা থানাধীন চল্লিশদ্রুন গ্রামে৷ কাজের সূত্রে কয়েক বছর আগে ব্যাঙ্গালুরুতে যায় বদরুল৷ বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ সেখানকার ক্যান্টনমেন্ট রেলস্টেশনে নিজের গ্রামের বন্ধুদের ট্রেনে তুলে দেওয়ার জন্য স্টেশনে যায় বদরুল৷ বন্ধুদের ট্রেনের নির্ধারিত আসনে বসিয়ে দিয়ে তাড়াতাড়ি ট্রেন থেকে নামতে গিয়ে আচমকা ট্রেনের নীচে পড়ে যায় বদরুল হক৷ এতে তার দুটি পা কাটা পড়ে৷ সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ সহ অন্যান্য সহ কর্মীরা বদরুলকে উদ্ধার করে সেখানকার হাসপাতালে নিয়ে যান৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক বদরুলকে মৃত বলে ঘোষণা করেন৷ এদিকে বদরুলের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে নর্থ ইস্ট চ্যারিটেবল ট্রাষ্ট এন্ড এনজিও৷ ট্রাষ্ট কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থাপনায় বদরুলের মৃতদেহ শনিবার ব্যাঙ্গালুরু থেকে বিমানের মাধ্যমে আগরতলা নিয়ে আসা হয়৷ সেখান থেকে সড়ক পথে উত্তর জেলার চল্লিশদ্রুনের নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়৷ বদরুলের এই মর্মান্তিক মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে৷
2016-07-24