নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের সদস্য রণবীর দেববর্মা গত জানুয়ারী মাসে প্রয়াত হওয়ায় সিমনা তমাকারি (তপশীলি উপজাতি সংরক্ষিত) শূন্য আসনে আগামী ২৩ আগষ্ট উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷ শনিবার মহাকরণে জেলা পরিষদের নির্বাচন কমিশনার জি কে রাও সাংবাদিক সম্মেলনে জানান, সিমনা তমাকারি শূন্য আসনে উপ নির্বাচনের দিনক্ষণ স্থীর করা হয়েছে৷ আগামী ২৭ জুলাই এই নির্বাচনী ক্ষেত্রের উপ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে এবং ঐদিন থেকেই মনোনয়নপত্র জমা নেওয়া হবে৷ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৪ আগষ্ট৷ ছুটির দিন ব্যাতিত ঐ তারিখের মধ্যে প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে৷ শ্রীরাও জানিয়েছেন ৫ আগষ্ট মনোনয়নপত্র পরীক্ষা করা হবে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম তারিখ ৮ আগষ্ট বিকাল ৩টা পর্যন্ত৷ ২৩ আগষ্ট সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া৷ ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে৷ গণনা হবে ২৬ আগষ্ট৷ ঐদিন সকাল নয়টা থেকে গণনা শুরু হবে৷ এদিন তিনি আরও জানিয়েছেন, গত নির্বাচনে মোট ২৭টি বুথ ছিল৷ এবার তা বেড়ে হয়েছে ৩২টি৷ এই নির্বাচনী ক্ষেত্রে মোট ভোটার ২২ হাজার ৪৮১ জন৷ এদের মধ্যে পুরুষ ১১ হাজার ২৩১ এবং মহিলা ১১ হাজার ২৫০ জন৷ নির্বাচন প্রক্রিয়া ২৯ আগষ্টের মধ্যে সম্পন্ন হবে বলে তিনি জানিয়েছেন৷
এদিকে, এই উপ নির্বাচনেক সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পশ্চিম ত্রিপুরার জেলা শাসককে জেলা নির্বাচন আধিকারীক এবং মোহনপুর মহকুমার মহকুমা শাসককে নির্বাচন নিবন্ধন আধিকরীক ও রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে৷ শ্রীরাও আরও জানিয়েছেন আজ থেকে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত মোহনপুর মহকুমার উক্ত নির্বাচনী ক্ষেত্র এলাকায় নির্বাচনী আচরণবিধি লাগু হয়েছে৷
এদিকে, শনিবারই জেলা পরিষদের নির্বাচন কমিশনার সর্বদলীয় বৈঠক করেছেন৷ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্ণের উত্তরে তিনি জানিয়েছেন, কোন রাজনৈতিক দলের তরফেই এই দাবী উঠেনি৷ তবে, সম্প্রতি রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর বিষয়টি আগামীদিনে পর্যালোচনা করে দেখা হবে৷
2016-07-24