নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ কয়লা দিয়ে উৎপাদিত তাপবিদ্যুৎ রাজ্যের ইচ্ছার বিরুদ্ধে গছিয়ে দিয়েছে এনটিপিসি৷ অভিযোগ উঠেছে বনগাঁওস্থিত তাপবিদ্যুৎ প্রকল্পে উৎপাদিত বিদ্যুৎ নিতে রাজ্য অনীহা প্রকাশ করলেও এনটিপিসি প্রতিদিন ৫৬ মেগাওয়াট করে দিয়েছে৷ শুধু তাই নয়, তিন মাসের বিল ১৪ কোটি টাকা ধরিয়ে দিয়েছে নিগমকে৷ সূত্রের খবর, এই তাপবিদ্যুৎ নিতে গেলে নিগমের দাম বেশি দিতে হবে৷ ফলে, উচ্চমূল্যে কিনতে রাজি ছিল না নিগম৷ সে মোতাবেক গত বছরই এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের শেয়ার রাজ্য নেবে না বলে জানিয়ে দেওয়া হয়েছিল৷ এবছর প্রকল্পটি চালু হতেই এনটিপিসি রাজ্যের ইচ্ছার বিরুদ্ধে বিদ্যুৎ পাঠিয়েছে৷
সূত্র অনুসারে জানা গেছে, বিল নিয়ে ইতিমধ্যে আপত্তি জানিয়েছে নিগম৷ বিদ্যুৎ নেওয়া সম্ভব নয় বলে শেয়ার সারেন্ডার করা সত্ত্বেও বিল পাঠানোতে প্রতিবাদ জানিয়েছে নিগম৷ এনিয়ে এনটিপিসিকে নিগম কর্তা এবং রাজ্যের বিদ্যুৎ দপ্তরের সচিব চিঠিও পাঠিয়েছে৷ কিন্তু এনটিপিসির তরফে কোন সাড়া মিলেনি৷ একবছর আগেই রাজ্য এই প্রকল্পের বিদ্যুতের শেয়ার সারেন্ডার করেছে সে কথাও জানানো হয়েছে৷ তা সত্ত্বেও ১৪ কোটি টাকার বিদ্যুৎ বিল নিয়ে এনটিপিসির তরফে কোন ধরনের পদক্ষেপ লক্ষ্য করা যায়নি৷ সূত্রের বক্তব্য, এই বিল এনটিপিসি ছাড়তে নারাজ৷ ইচ্ছার বিরুদ্ধে হলেও এনটিপিসি নিগমের কাছ থেকে এই বিলের অর্থ আদায় করতে চাইছে৷
অবশেষে রাজ্যের বিদ্যুৎ দপ্তর এবিষয়ে সরাসরি হস্তক্ষেপ করেছে৷ সূত্র অনুসারে জানা গেছে, বিদ্যুৎ বিল মেটানো সম্ভব নয় বলে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীকে চিঠি পাঠিয়েছে৷ চিঠিতে বলা হয়েছে, বিদ্যুতের শেয়ার সারেন্ডার করা সত্ত্বেও রাজ্যের ইচ্ছার বিরুদ্ধে বিদ্যুৎ সরবরাহ করেছে এনটিপিসি৷ শুধু তাই নয়, ১৪ কোটি টাকার বিলও পাঠিয়েছে৷ যেহেতু রাজ্য সময়ের আগেই জানিয়ে দিয়েছে উচ্চমূল্যে এই বিদ্যুৎ নেওয়ার কোন যৌক্তিকতা নেই, তা সত্ত্বেও রাজ্যকে ইচ্ছার বিরুদ্ধে বিদ্যুৎ সরবরাহ করা এনটিপিসির উচিত হয়নি৷ বিদ্যুতের বিলের বিষয়ে বিদ্যুৎমন্ত্রী কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীর হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন৷
2016-07-22