নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ ডাইনী অপবাদে মুঙ্গিয়াকামী থানা এলাকার নবঞ্জয় এডিসি ভিলেজের দুই সুকল পড়ুয়া সহ চারজনকে পিটিয়ে গ্রামছাড়া করা হয়েছে৷ উপজাতি সমাজ ব্যবস্থায় এধরনের কুসংস্কার এখনো অব্যাহত রয়েছে৷ এটি একটি ভয়ংকর প্রবণতা হয়ে দাঁড়িয়েছে৷
রাজ্য সরকার রাজ্যে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে শিক্ষার আলো সঠিকভাবে পৌঁছেনি৷ কুসংস্কারাচ্ছন্ন উপজাতি সমাজ ব্যবস্থাকে কুসংস্কারমুক্ত করার তেমন কোন উদ্যোগ নেই৷ রাজ্য পুলিশের প্রয়াস কর্মসূচীও অন্ধ কুসংস্কারমুক্ত করার তেমন কোন উদ্যোগ নেই৷ রাজ্য পুলিশের প্রয়াস কর্মসূচী ও অন্ধকুসংস্কার দূর করতে কোন ফলপ্রসূ ভূমিকা পালন করতে পারেনি৷ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনও উপজাতিদের কুসংস্কারমুক্ত করতে তেমন কোন উদ্যোগ নিচ্ছে না৷ ফলে সমাজ ব্যবস্তা যে তিমিরে ছিল সে তিমিরেই রয়ে গেছে৷ ডাইনী অপবাদে এখনো প্রাণহানি ও গ্রামছাড়া করার মতো ঘটনা এখনো ঘটে চলেছে৷ তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী থানা এলাকার নবঞ্জয় এডিসি ভিলেজে দুজন সুকল পড়ুয়া সহ চারজনকে পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে৷ জানা যায়, সম্প্রাই দেববর্মার মেয়ে মণিহার দেববর্মা দীর্ঘদিন ধরে অসুস্থ৷ তার পরিবারের লোকজনদের অভিযোগ শম্ভু দেববর্মা, সন্ধি দেববর্মা, ও মঞ্জু দেববর্মার পরিবারের লোকজনরা ডাইনী৷ সে কারণেই মনিহার দেববর্মা অসুস্থ হয়ে পড়েছে৷ সে সুস্থ হচ্ছে না৷ ডাইনী সন্দেহে তাদের পরিবারের চারজনকে পিটিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে৷ অসহায় পরিবারটি বর্তমানে অন্যত্র এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে৷ আতঙ্কে তারা থানায় মামলা দায়ের করার সাহস পায়নি৷ তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে৷
উপজাতি সমাজ ব্যবস্থায় এখনো অন্ধকুসংস্কার সমাজ ব্যবস্থাকে কুড়ে কুড়ে খাচ্ছে৷ সমাজব্যবস্থাকে কুসংস্কার মুক্ত করার জন্য আসু কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না৷ সে কারণেই ডাইনী অপবাদে নির্যাতন, হত্যা ও এলাকা থেকে তাড়িয়ে দেবার ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷
2016-07-22