নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ রাজ্যে পেট্রো পণ্যের সংকট এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ২৩ জুলাই চাক্কা জ্যাম কর্মসূচী হাতে নিয়েছে প্রদেশ তৃণমূল কংগ্রেস৷ বুধবার সাংবাদিক সম্মেলনে সদ্য তৃণমূলে যোগ দেওয়া কংগ্রেস ত্যাগী বিধায়ক আশিস কুমার সাহা জানান, আগামী ২৩ জুলাই রাজধানী আগরতলায় দশটি স্থানে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চাক্কা জ্যাম কর্মসূচী পালন করা হবে৷ একই সাথে রাজ্যের বিভিন্ন স্থানেও চাক্কা জ্যাম কর্মসূচী পালন করা হবে৷ মূলত, পেট্রো পণ্যের সংকট এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই চাক্কা জ্যাম কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন৷
এদিন তিনি, ক্ষোভের সুরে বলেন, কেন্দ্র ও রাজ্য কোন সরকারেরই রাজ্যের এই চলমান অচলাবস্থা কাটানোর উদ্যোগ নেই৷ বর্ষা আসলে জাতীয় সড়ক বেহাল হয়ে পড়বে তা সত্ত্বেও সময়মত এর সংস্কারের কাজ হাতে নেওয়া হয়নি৷ এদিন তিনি আসামের বিগত কংগ্রেস সরকারকে এক হাত নিয়ে বলেন, গগৈ সরকারের গাফিলতির কারণেই ত্রিপুরাবাসী ভোগান্তির মুখে পড়েছেন৷ তবে তিনি নতুন সরকারেরও সমালোচনায় মুখর হয়েছেন৷ আশিসবাবু বলেন, আসামে বিজেপি সরকার এসেও কিছু করতে পারছে না৷ সাতদিনের মধ্যে জাতীয় সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এই সড়কের আরো করুণ দশা৷ বহু যানবাহন আটকে পড়েছে৷ ফলে, রাজ্যে এক মারাত্মক অচলাবস্থা দেখা দিয়েছে৷
এদিন তিনি, এই অবস্থার জন্য মুখ্যমন্ত্রীকেও দায়ী করেছেন৷ তিনি বলেন, আসাম- আগরতলা জাতীয় সড়কটির বিষয়ে তেমন কোন গুরুত্ব দেননি মুখ্যমন্ত্রী৷ সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে স্মার্ট সিটি নিয়ে যতটা গুরুত্ব দেখিয়েছেন জাতীয় সড়ক সহ রাজ্যের যাতায়াত ব্যবস্থা নিয়ে কোন বিষয় উত্থাপন করেননি তিনি৷ আশিসবাবু বলেন, এবিষয়গুলো গুরুত্ব নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা করা উচিত ছিল৷
এদিকে, রাজ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ক্রমাগত মূল্যবৃদ্ধি হলেও খাদ্য দপ্তরের তরফে কোন নজরদারি নেই৷ তিনি অভিযোগ করে বলেন, প্রশাসনের গাফিলতির কারণে রাজ্যে কালোবাজারি ছেঁয়ে গেছে৷ শীঘ্রই প্রশাসন কালোবাজারির বিরুদ্ধে নজরদারি না বাড়ালে রাজ্যবাসী আরো ভোগান্তির মুখে পড়বেন৷
2016-07-21