দশজন যাত্রীসহ সত্তর ফুট খাদে ভ্যান, বাস-কারে সংঘর্ষে গুরুতর চারজন

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ মঙ্গলবার সকাল সাতটা নাগাদ সাব্রুম থানা অধীনে চাতকছড়ির চরণ দাস পাড়ায় এসবি সুকলের সামনে চাতকছড়ির সুরজিৎ ত্রিপুরার টিআর০৩- বি-০৭৯৮ মারুতি ভ্যান গাড়িটি চাতকছড়ির হইরাম পাড়া থেকে আসার পথে রাস্তাতে কুকুর থাকাতে গাড়ির মালিক গাড়ির ব্রেক ফেল করে ডাইভার সহ মোট ১০ জন যাত্রী প্রায় ৭০ ফুট নিচে লোঙ্গাতে পড়ে যায়৷ এলাকার লোকজনরা হঠাৎ চিৎকার শুনতে পেয়ে তাদেরকে উদ্ধার করে রুপাইছড়ি প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়৷ কিছুক্ষণ পর বনকুল পুলিশ ফাঁড়ির ওসি ছুটে আসেন৷ রূপাইছড়ি হাসপাতালের কর্মরত চিকিৎসক সাথে সাথে চাতকছড়ি দয়াবতী ত্রিপুরা, সোনালক্ষ্মী ত্রিপুরা, এই দুজন মহিলাকে আগরতলা সদর হাসপাতালে রেফার করে দেন৷ আর আট জনকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
এদিকে, খোয়াই-তেলিায়মুড়া সড়কের কল্যাণপুর থানা এলাকার দ্বারিকাপুর গাঁওসভার গিরিন্দ্রশীল এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি মারুতি অল্টোর মধ্যে মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের প্রথমে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় একজনকে জিবিতে স্থানান্তর করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ মঙ্গলবার দুপুরে কল্যাণপুর থানা এলাকার গিরিন্দ্রশীল গ্রামে টিআর০২-১২৪৭ নম্বরের মিনি বাস এবং টিআর০১ওয়াই-০৬২৪ নম্বরের মারুতি অল্টোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷ গ্রামবাসীরা জানায় অল্টো গাড়িটির দ্রুতগামীতা ও অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে৷ মিনি বাস কল্যাণপুর থেকে খোয়াই যাচ্ছিল এবং খোয়াই থেকে কল্যাণপুর হাসপাতালের ওষুধ নিয়ে আসছিল মারুতি অল্টো গাড়ি৷ তেলিয়ামুড়া খোয়াই সড়কের উপর সংঘর্ষ বাঁধে দুটি গাড়ির মধ্যে৷ অল্টো গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়৷ ক্ষতি হয় মিনি বাসেরও৷ আহত হয় অল্টো গাড়ির চালক সহ তিন যাত্রী৷ আহত যাত্রীরা হল জয়দ্বীপ রায়, মিঠন শুক্লদাস, সঞ্জয় সাহা, পিন্টু দেবনাথ৷ এর মধ্যে গুরুতর জখম অবস্থায় সঞ্জয় সাহাকে জিবিতে পাঠানো হয়৷ ঘটনায় জনমনে চাঞ্চল্য ছড়ায়৷ ছুটে যায় পুলিশ এবং দমকল বাহিনী৷ উল্লেখ্য, দিনের পর দিন কল্যাণপুরে দুর্ঘটনা বাড়ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *