নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির আগামী ৯ আগস্ট আগরতলা বিবেকানন্দ ময়দানে জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে প্রদেশ তৃণমূল কংগ্রেস৷ সোমবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ তৃণমূলের চেয়ারম্যান রতন চক্রবর্তী বলেন, ১ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত দলনেত্রীর জনসভাকে ঘিরে সারা রাজ্যে ব্যাপক প্রচারাভিযান চালানো হবে৷ এবিষয়ে প্রস্তুতি কমিটি সিদ্ধান্ত নিয়েছে প্রচারের গতি আরো বাড়াতে হবে৷ ফলে, ঐ সময় পদযাত্রা, বুথ মিটিং, স্ট্রিট কর্ণার ইত্যাদি সংগঠিত করা হবে৷ ৫ আগস্ট রাজ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এক সুবিশাল র্যালি সংগঠিত করা হবে৷ ঐ র্যালির নেতৃত্বে থাকবেন প্রদেশ তৃণমূল সভাপতি সুরজিৎ দত্ত৷ এছাড়া ৪ ও ৬ আগস্ট রাজ্যের অন্যান্য স্থানে বাইক র্যালি সংগঠিত করা হবে৷ ৭ ও ৮ আগস্ট রাজ্যের আনাচে কানাচে মাইকিং করে তৃণমূল নেত্রীর জনসভার প্রচার করা হবে৷
তবে, দলনেত্রীর ঐ জনসভায় যে খরচ হবে তার জন্য কোন অর্থ কালীঘাট থেকে আসবে না৷ এর জন্য কুপনের মাধ্যমে চাঁদা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ তৃণমূলের প্রস্তুতি কমিটি৷ এদিন, রতনবাবু জানিয়েছেন, ১০, ২০, ৫০, ১০০ এবং ৫০০ টাকার কুপনের মাধ্যমে চাঁদা সংগ্রহ করা হবে৷ কারণ, ঐ জনসভার জন্য প্রচুর অর্থের প্রয়োজন৷ দলনেত্রী জানিয়েছেন, আপাতত কোন অর্থ প্রদেশ তৃণমূলকে দেওয়া হবে না৷
এদিকে, চাঁদা আদায়ে বা অন্য কোন বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন প্রদেশ তৃণমূল চেয়ারম্যান৷ তিনি বলেন, দলনেত্রীর এই জনসভাকে ঘিরে সকলকেই শৃঙ্খলা মেনে কাজ করতে হবে৷ কোন ধরনের বিশৃঙ্খলা নজরে আসলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে৷ এদিন তিনি, দাবি করে বলেন, দলনেত্রীর জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে৷