BRAKING NEWS

গোমতী নদীর উপর অবস্থিত ঝুলন্ত সেতু মরণ ফাঁদে পরিণত, প্রশাসন ধৃতরাষ্ট্র

Golden Tripura Wideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ গোমতী নদীর উপর অবস্থিত ঝুলন্ত সেতুটি মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে৷ দীর্ঘদিন যাবত ব্রিজটির বেহাল অবস্থার জন্য উত্তর একছড়ি ও পোয়াংবাড়ি ভিলেজের হাজার হাজার জনগণদের দুর্ভোগ পোহাতে হচ্ছে৷ অথচ তথাকথিত উন্নয়নকামী সরকারের নেতা মন্ত্রী ও আমলারা সব কিছু দেখেও না দেখার ভান করে রয়েছে৷ ঝুলন্ত সেতুর পরিবর্তে পাকা সেতু নির্মাণের দাবি করছে এলাকার জনগণ৷
করবুক মহকুমার উত্তর একছড়ি ও পোয়াংবাড়ি এডিসি ভিলেজের জনগণরা শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন কাজের জন্য নতূন বাজারের উপর নির্ভরশীল৷ কিন্তু নূতন বাজার ও ওই এলাকাগুলিকে দুইভাগে বিভক্ত করে রেখেছে গোমতী নদী৷ একটা সময় ওই এলাকার জনগণরা বাঁশের সাকো কিংবা নৌকা দিয়ে নদী পারাপার করত৷ কিন্তু ১৯৯৮ সালে বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ক্ষমতা দখল করলেও তৎকালীন ৪৩ বীরগঞ্জ বিধানসভা কেন্দ্রটি ছিল কংগ্রেস বিধায়ক জওহর সাহার দখলে৷ তখন জওহর সাহা উনার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে গোমতী নদীর উপর একটি ঝুলন্ত সেতু নির্মাণ করে দেয়৷ সে সময় যে সেতুটি অত্র এলাকার মানুষের খুবই উপকারে আসে৷ কিন্তু তারপর গোমতী নদী দিয়ে বহু জল অতিবাহিত হয়ে গেলেও তথাকথিত উন্নয়নকামী বাম সরকার ওই গুরুত্বপূর্ণ সেতুটির কোন উন্নয়ন করতে পারেনি৷ শুধুমাত্র কয়েক বছর অন্তর অন্তর বেহাল সেতুটি নাম মাত্র সংস্কার করার মধ্যেই প্রশাসনের দায়িত্ব সীমাবদ্ধ রয়েছে৷ কুড়ি বছর আগে তৈরি ঝুলন্ত ব্রিজটি আজও ঝুলন্ত অবস্থায় রয়েছে৷ বরং বর্তমানে সেতুটি মরণফাঁদে পরিণত হয়ে রয়েছে৷ গ্রামবাসীরা কটাক্ষের সুরে বলছে দীর্ঘ কুড়ি বছরে ঝুলন্ত সেতুটির কোন উন্নয়ন না হলেও শাসক দলের নেতাদের আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে৷
বর্তমানে ঝুলন্ত সেতুটির অবস্থা খুবই দুর্বল৷ সেতুর উপরের টিনের সিটগুলি উঠে যাচ্ছে৷ মরিচিকা পরে টিনের সিটগুলি বড়বড় গর্ত হয়ে রয়েছে৷ সেতুটির অবস্থা এতটাই নড়বড়ে যে সামান্য বাতাসে সেতুটি দোলনার মত দোলতে থাকে৷ যে কোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে৷ তারপরেও প্রয়োজনের তাগিদে গ্রামবাসীদের জীবনের ঝঁুকি নিয়ে প্রতিদিন ওই সেতুটির উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে৷ কারণ পোয়াংবাড়ি ও উত্তর একছড়ি ভিলেজের প্রায় আড়াই হাজার মানুষকে নূতন বাজারের সঙ্গে যোগাযোগের জন্য ওই সেতুটির উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়৷ পাশাপাশি নূতন বাজার থেকে চেলাগাং যাতায়াতের জন্য সেতুটির ব্যবহার করা হয়৷ অত্র এলাকার জনগণরা শিক্ষা, স্বাস্থ্য, আরক্ষা প্রশাসন সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজের প্রতিনিয়ত নূতন বাজার যাতায়াত করছেন৷ কিন্তু সেতুর বেহাল অবস্থার জন্য ঐ এলাকার ছাত্রছাত্রীরা সেতুটি দিয়ে যাতায়াত করতে ভয় পাচ্ছে৷ অনেক ক্ষেত্রে ছোটখাটো দুর্ঘটনার কবলেও পড়তে হচ্ছে৷ সেতুটির বেহাল অবস্থার জন্য সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এই এলাকার কৃষকদের৷ কারণ উত্তর একছড়ি বাঙালি পাড়া এলাকাটি মূলত কৃষি প্রধান এলাকা৷ কিন্তু সেতুর দুরাবস্থার জন্য কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে ঘোর পথে যতনবাড়ি হয়ে যানবাহনকে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে৷ বেশ কয়েক বছর যাবৎ এলাকার জনগণরা ঝুলন্ত সেতুটিকে পাকা সেতুতে রূপান্তরিত করার দাবি জানিয়ে শাসকদলীয় নেতাদের দ্বারে দ্বারে ঘুরলেও কোন কাজ হচ্ছে না৷ অসহায় গ্রামবাসীরা এখন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা নিচ্ছে বলে জানা যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *