BRAKING NEWS

রাজ্যে জ্বালানী তেলের কালোবাজারী রমরমা, দপ্তর নীরব দর্শকের ভূমিকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ রাজ্যে যতই কঠোর আইনকানুন প্রয়োগ হোক না কেন রাজ্যমন্ত্রী আমলারা, তাকে তোয়াক্কা না করেই একাংশ খাদ্য দপ্তরের কর্মীদের যোগসাজশে এই সংকটময় পরিস্থিতির মধ্যে হাজারো হাজারো গ্যালন পেট্রোল ডিজেল, কালো বাজারিদের হাতে অনায়াসেই চলে যায়৷ যার ফলে সারা রাজ্য জুড়ে কৃত্রিম, পেট্রোল, ডিজেলের সংকট তৈরি হচ্ছে৷ রাজ্যের মন্ত্রী যখন এই সংকটপূর্ণ পরিস্থিতিতে উত্তীর্ণ হওয়ার জন্য সারা রাজ্যে প্রত্যেকটি পেট্রোল পাম্পে রেশনিং প্রথার মাধ্যমে পেট্রোল, ডিজেল দেওয়ার নির্দেশ জারি করেছেন, সে জায়গায় দাঁড়িয়ে কিভাবে কালো বাজারিদের হাতে বিশাল অংশের পেট্রোল, ডিজেল চলে যায় সে নিয়ে রীতিমত প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ এক ট্যাঙ্কার অর্থা ১২০০০ হাজার পেট্রোল ডিজেল আসলে অর্ধেকেরও বেশি জ্বালানি তেল খোলা বাজারে চলে যায়৷  আর কালোবাজারিরা এই সুযোগে প্রতি লিটার  পেট্রোল ১০০ টাকায় বিক্রি করছেন৷ অমরপুর গোটা মহকুমা জুড়ে চলছে পেট্রোল, ডিজেলের ব্যাপক  কালোবাজারি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *