কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে মতবিরোধ, স্মার্ট সিটি প্রকল্প ঘিরে শঙ্কিত রাজ্য

MANIK DEY TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ স্মার্ট সিটি মিশনের নামে যেভাবে কেন্দ্রীয় সরকার প্রচার করছে বাস্তবের সাথে তার বিরাট ফারাক রয়েছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডুর বৈঠকে অর্থ বরাদ্দ নিয়ে যে আলোচনা  হয়েছে তাতে এমনটাই মনে করা হচ্ছে৷ এই বিষয়ে জানতে চাওয়া হলে নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে অনেকটা ক্ষোভের সুরে বলেন, আগরতলা শহর স্মার্ট সিটির অন্তর্ভূক্ত হয়েছে ঠিকই কিন্তু, অর্থ বরাদ্দের ক্ষেত্রে পূর্বোত্তরের বিশেষ ক্যাটাগরির ধাঁচ মানছে না কেন্দ্রীয় সরকার৷ ৯০ঃ১০ অনুপাতে অর্থ বরাদ্দ করার বদলে ৫০ঃ৫০ অনুপাতে রাজ্যকে অর্থ দেবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী৷ তাতে যত টাকা স্মার্ট সিটি প্রকল্পের জন্য বরাদ্দ করা হবে তার অর্ধেক দেবে কেন্দ্র এবং বাকি অর্ধেক রাজ্যকে বহণ করতে হবে৷ মানিক দে বলেন, এই বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে আপত্তি জানানো হয়েছে৷ কিন্তু, মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন ৫০ঃ৫০ অনুপাতেই অর্থ বরাদ্দ করা ছাড়া সম্ভব নয়৷ এদিন, নগরোন্নয়নমন্ত্রী মানিক দে আশঙ্কা প্রকাশ করে বলেন, স্মার্ট সিটি হিসেবে আগরতলা শহরকে গড়ে তুলতে গেলে এক হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদিত হলে রাজ্য সরকারকে পাঁচশ কোটি টাকা বহণ করতে হবে৷ যা রাজ্যের পক্ষে অনেকটাই কষ্টসাধ্য৷ এজন্য ৯০ঃ১০ অনুপাতেই অর্থ বরাদ্দের দাবীতেই অনঢ় থাকবে রাজ্যের অবস্থান৷