নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৫ জুলাই৷৷ আবারও জাতীয় সড়কে যান দুর্ঘটনা ঘটল শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ ৩৯ মাইল এলাকায়৷ এনিয়ে জাতীয় সড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে৷ পরে মুঙ্গিয়াকামী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়৷ ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার বিকাল পাঁচটা নাগাদ টিআর০১-বি-১৪২৫ নম্বরের একটি যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে আগরতলা থেকে ধর্মনগর যাচ্ছিল৷ অপরদিক থেকে পণ্যবোঝাই লরি গুয়াহাটি থেকে আগরতলা আসার পথে ৩৯ মাইল এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ এতে বাসের কয়েকজন যাত্রী অল্পবিস্তর আহত হয়৷ যান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মুঙ্গিয়াকামী থানার পুলিশ৷ পুলিশ পণ্যবোঝাই লরির চালক রতন কর্মকারকে আটক করে৷ জানা গেছে লরির চালক মদমত্ত অবস্থায় থাকার কারণেই এমন বিপত্তি ঘটে৷
2016-07-16