পটনা, ১২ জুলাই (হি.স.) : বিহারে শিক্ষার মান বাঁচাতে এবার নড়েচড়ে বসল সরকার| রাজ্য থেকে দেশের সর্বত্র বিহারের শিক্ষার মান নিয়ে সবাই আঙুল তুলেছে| প্রশ্ন উঠেছে সরকারের ভূমিকা নিয়েও| আর এবার এই সম্মান রক্ষায় খোদ নড়েচড়ে বসেছেন বিহারের শিক্ষামন্ত্রীও| এবার তিনি অতর্কিতভাবে ঢুকে পড়ছেন বিহারের স্কুলে স্কুলে|
সোমবার শিক্ষামন্ত্রী অশোক চৌধুরি হঠাত্ পৌঁছে গেলেন বিহারের বক্সার জেলার ধিরি হাইস্কুলে| এদিন তিনি বিদ্যাচল থেকে কাজ সেরে ফেরার পথেই ওই স্কুলের পড়াশোনার হাল হকিকতের তদারকি করতে ঢুকে পড়লেন| মন্ত্রীর এমনভাবে আসায় স্বভাবতই অপ্রস্তুতে পড়ে যায় স্কুল কর্তৃপক্ষ| তদারকির মাঝেই তিনি দশম শ্রেণির ক্লাসরুমে গিয়ে সোজা গিয়ে বসে পড়েন ছাত্রদের সাথে| সেখানে হিন্দির ক্লাস তদারকি করে সোজা চলে যান নবম শ্রেণিতে| সেখানেও তিনি ছাত্র শিক্ষকদের সাথে বসে শিক্ষার প্রাথমিক একটা ধারনা করেন| প্রায় আধঘণ্টা কাটানোর পর মন্ত্রী সেখান থেকে বেড়িয়ে যান|
প্রসঙ্গত পূর্বে বিহারের শিক্ষার নানা ভুলভ্রান্তির ঘটনা খবরের শিরোনামে উঠে এলেও, সবথেকে লজ্জাকর ঘটনাটি ঘটে যখন বিজ্ঞান ও কলা বিভাগের দুই কৃতী পড়ুয়া তাদের নিজেদের বিষয় নিয়ে একের পর এক ভয়ঙ্কর ভুল তথ্য দিয়ে বসে| ফাঁস হয়ে যায় শিক্ষা নিয়ে চলা বিশাল দুর্নীতিচক্রও|
2016-07-12

