অসমে আটক চার সন্দেহভাজন জেহাদি

handcuffবরপেটা (অসম), ১২ জুলাই, (হি.স.) : জাতীয় তদন্তকারী সংস্থা (এআইএ বা নিয়া) প্রদত্ত তথ্যের ভিত্তিতে এক অভিযান চালিয়ে সন্দেহভাজন চার জেহাদিকে আটক করেছে সেনাবাহিনী। জানা গেছে, সেনাবাহিনীর কাছে খবর ছিল কতিপয় জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের মৌলবাদী জেহাদি বরপেটায় আত্মগোপন করেছে। সেই তথ্যের ভিত্তিতে গতকাল রাতে বরপেটার রৌমারি পথারগ্রামে হানা দিয়ে কাসিমউদ্দিন, জহুরউদ্দিন, আক্রাম আলি ও মজিবুর আলিকে আটক করেছে সেনাবাহিনী। তাঁদের বিরুদ্ধে জেহাদিদের মদত এবং রাজ্যে তাদের জাল বিস্তারে সহযোগিতা করার অভিযোগ রয়েছে। এদিকে কাসিমউদ্দিন ও জহুরউদ্দিন সম্পর্কে দুই ভাই। তাছাড়া আক্রাম আলি এবং মজিবুর আলিও সহোদর বলে জানিয়েছে পুলিশ। অসমে জেহাদি কার্যকলাপ সম্পর্কে তথ্য বের করতে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর।