নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ সোনামুড়া থানার পুলিশ সীমান্ত গ্রাম আড়ালিয়া থেকে একটি বাইক সহ দুই বাইক চোরকে পাকড়াও করেছে৷ ধৃতরা হল বিল্লাল হোসেন ও অভিজিৎ মজুমদার৷ সোনামুড়া থানার পুলিশ শনিবার রাতে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে সীমান্তবর্তী আড়ালিয়া গ্রাম থেকে একটি বাইক সহ দুই বাইক চোরকে পাকড়াও করেছে৷ তারা হল বিল্লাল হোসেন ও অভিজিৎ মজুমদার৷ টিআর০১-এস-৭০৯৯ নম্বরের একটি বাইকও তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে৷ শনিবার সিপাহিজলার নৌকাঘাট এলাকা থেকে বাইকটি চুরি হয়েছিল৷উদ্ধার করা বাইক সহ দুই চোরকে সোনামুড়া থানার পুলিশ বিশালগণ থানায় পুলিশের হাতে তুলে দিয়েছে৷ প্রসঙ্গত, সোনামুড়া সীমান্ত দিয়ে চুরি যাওয়া বাইক বাংলাদেশে পাচারের একটি চক্র দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছে বলে পুলিশের কাছেও খবর রয়েছে৷
2016-07-11