নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ বণিক্য চৌমুহনী গতকাল রাতে বাইক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত যুবকের নাম কৃষ্ণ দে৷ তার বাড়ি আর কে নগর এলাকাতেই৷ তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ গতকাল রাতে বণিক্য চৌমুহনীতে বাইক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ জানা যায়, বিয়ের অনুষ্ঠান থেকে বাইক নিয়ে বাড়িতে ফেরার সময় বণিক্য চৌমুহনীতে একটি বিদ্যুতের খঁুটিতে দ্রুতগামী বাইকের ধাক্কা লাগে৷ তাতে ঘটনাস্থলেই বাইক চালক কৃষ্ণ দে নামে ওই যুবকের মৃত্যু হয়েছে৷ দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী এখানে ছুটে আসে৷ তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ বাইক চালকের অসাবধানতা ও দ্রুতগামীতার কারণেই মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে৷
2016-07-11