শ্রীনগর, ১০ জুলাই (হি.স.) : রবিবারও উত্তপ্ত কাশ্মীর । উপত্যকায় সন্ত্রাসবাদে ‘পোস্টার বয়’ তথা হিজবুল মুজাহিদিনের তরুণ জঙ্গি বুরহান মুজফফর ওয়ানির মৃত্যুর পরই উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীরের পরিস্থিতি। দফায় দফায় চলে জনতা-পুলিশ সংঘর্ষ। আজ সকালে এই সংঘর্ষে ফের এক তরুণের মৃত্যু হয়। এর ফলে অশান্ত কাশ্মীরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬, আহত ২০০-রও বেশী।
বুরহান ওয়ানির মৃত্যুতে শুক্রবার থেকেই ক্ষোভে ফুঁসছিল শ্রীনগর ও দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকা। শনিবার সেই উত্তাপ বেড়ে যায় আরও। গতকাল কারফিউ উপেক্ষা করে হিজবুল নেতা বুরহানের মরদেহ নিয়ে রাস্তায় নামেন ৫০ হাজার মানুষ। পুলিশকে লক্ষ্য করে চলে ইট-পাথর বৃষ্টি। গতকাল তিনটি পুলিশের কার্যালয় সহ ৫টি ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভরত জনতা। এই ঘটনার প্রভাব সবচেয়ে বেশী পড়েছে পুলওয়ামা, অনন্তনাগ এবং কুলগাম জেলায়। কুলগামের নিলো-বুগাম এলাকায় বিজেপি কার্যালয়েও হামলা চালিয়ে ভাঙচুর করে বিক্ষোভরত জনতা।
অশান্তির আশঙ্কায় শ্রীনগর সহ উপত্যকার সর্বত্র কার্ফুর সময়কার বিধি নিষেধ জারি করে রেখেছে প্রশাসন। নিরাপত্তার কথা মাথায় রেখে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা। হরতালের ডাক দেওয়া বিচ্ছিন্নতাবাদী নেতাদেরও গৃহবন্দি করে রাখা হয়েছে।
আজ সকালে কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুরুতর জখম হয় ১৮ বছরের এক তরুণ। সঙ্গে সঙ্গেই ইরফান আহমেদ মালিক নামের ওই তরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । গেলে, তাকে মৃত বলে ঘোষণা করে চিকিত্সকরা। এর ফলে অশান্ত কাশ্মীরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬, আহত ২০০-রও বেশী।
উল্লেখ্য, সম্প্রতি বুরহান ওয়ানি কাশ্মীরি জঙ্গিদের মুখপাত্র হয়ে দাঁড়িয়েছিলেন। ২২ বছর বয়সী ওয়ানি হয়ে উঠেছিলেন হিজবুল মুজাহিদ্দিনের স্বঘোষিত কমান্ডার। শুক্রবার গোয়েন্দা সূত্রে খবর পেয়ে নিরাপত্তারক্ষীরা দক্ষিণ কাশ্মীরের কোকরনাগ এলাকায় অভিযান চালায়। অভিযানে বুরহানের সঙ্গে তার দুই সঙ্গীও নিহত হন। এর আগে রাজ্য সরকার বুরহানের মাথার দাম ঘোষণা করেছিল ১০ লক্ষ টাকা।-
2016-07-10