BRAKING NEWS

ইউরোর ফাইনাল ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ফ্রান্সে

প্যারিস, ১০ জুলাই (হি.স.) : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) ঘিরে কড়া নিরাপত্তা । রবিবার ইউরো কাপের ফ্রান্স-পর্তুগালের ফাইনালের আগে রাজধানী কে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ৬,৮০০ পুলিশ অফিসার নিয়োজিত থাকবেন। ম্যাচ চলাকালীন ও শেষে স্টেডিয়াম, দর্শক জোন এবং চ্যাম্পস ইলিসিস প্রাঙ্গণে নিরাপত্তা সদস্যরা ছড়িয়ে থাকবেন।
ফ্রান্সের ন্যাশনাল স্টেডিয়ামে ভারতীয় সময় রাত সাড়ে ১২ টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। প্যারিসের সেন্ট ডেনিসে শিরোপা নির্ধারণী ম্যাচ আয়োজক ফ্রান্সের মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। ওই ম্যাচ ঘিরে স্টেডিয়ামের চারপাশে ১ হাজার তিনশ সশস্ত্র পুলিশ ও পুলিশ কর্মকর্তা টহল পরিচালনা করবেন। তিন হাজার চারশ জন অবস্থান নেবেন চ্যাম্পস ইলিসিস এরিয়ায়, যেখানে বিজয়ী দলের সমর্থকরা শিরোপা উল্লাসে মাতবেন।
আইফেল টাওয়ারের কাছেই ফ্যান (দর্শক) জোন। যেটা নিরাপত্তা বাহিনীর কঠোর পর্যবেক্ষণে থাকবে। রাস্তায় গণপরিবহন ব্যবস্থায় যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় তা নিশ্চিতের দায়িত্বে আছেন সাতশ পুলিশ অফিসার।
সব মিলিয়ে ইউরো ফাইনাল ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তাই থাকছে। ঘরের মাঠে ১৯৯৮ বিশ্বকাপের পর ফ্রেঞ্চরা আবারো শিরোপা উল্লাসে মাতবে নাকি প্রথমবারের মতো বড় কোনো ট্রফি জয়ের উচ্ছ্বাসে ভাসবে পর্তুগিজরা সেটিই এখন দেখার অপেক্ষা!-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *