কলকাতা, ৯ জুলাই (হি.স.) : কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়াকে আপাতত সাসপেন্ড করা হল না| ফের পিএসি (পাবলিক অ্যাকাউন্টস কমিটি) চেয়ারম্যান পদ ছাড়ার জন্য অনুরোধই জানানো হয়েছে তঁাকে| শনিবার কংগ্রেসের পরিষদীয় দলে নেতাদের নিয়ে বৈঠকের পর একথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি| তবে তারপরও যদি মানস অনড় থাকেন তাঁর অবস্থানে, তাহলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হাইকমান্ড নেবেন বলে জানিয়েছেন তিনি| তাঁরা ফের ১৫ জুলাই বৈঠকে বসবেন বলেও তিনি জানিয়েছেন|
নিজের পুরানো অবস্থানে থেকেই এদিন নরমে গরমে মানসকে বার্তা দিয়েছেন অধীর| মানস ভুঁইয়া একজন দক্ষ প্রশাসক এবং তাঁর যোগ্যতা নিয়ে কোনও প্রশ্ন হয়না বলে অভিমত প্রকাশ করেন অধীর| পাশাপাশি সাফ জানিয়েছেন, ব্যক্তিগত মত যাই হোক না কেন কংগ্রেস নেতৃত্বকে মেনে নিয়েই সকলকে চলতে হবে| সেখানে ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয় নয়| দলীয় শৃঙ্খলার অজুহাতও দেখিয়ে তিনি কার্যত কড়াবার্তা দিলেন| একইসঙ্গে দাবি করেন, মানস ভুঁইয়া কখনই পিএসি চেয়ারম্যান হওয়ার বিষয়ে আগে আগ্রহ দেখাননি| তাই সর্বভারতীয় কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল ওই পদ সিপিএমকে ছেড়ে দেওয়া হবে| বরং অ্যাসুরেন্স কমিটির চেয়ারম্যান পদ দেওয়ার কথা বলা হয়েছিল| তখন মানস তাতে আপত্তি তুলেছিলেন| ওই পদে কোনও গাড়ি পাওয়া যায় না বলে সেক্ষেত্রে সমাধান সূত্র হিসেবে ঠিক হয়েছিল চিফ হুইপ মনোজ চক্রবর্তীর পাওয়া গাড়িটি মানস ব্যবহার করবেন বলে অধীর জানিয়েছেন|
তাছাড়া এদিনও অধীর অভিযোগ করেন, মানস ভুঁইয়ার নামে সরকার গ্রেফতারি পরোয়ানা জারি করে তাঁর উপর চাপ সৃষ্টি করছে| তাছাড়া একইদিনে গ্রেফতারি পরোয়ানা এবং পিএসি চেয়ারম্যান হিসেবে বিধানসভায স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মানস ভুইয়ার নাম তোলার মধ্যে কিছু প্রশ্ন থেকে গিয়েছে বলে অধীর মনে করেছেন|
2016-07-09