BRAKING NEWS

১৪৮ জন সহকারী অধ্যাপক বাছাই প্রক্রিয়া পুনরায় শুরু করার সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়

EDUCATIONNNনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷ সহকারী অধ্যাপক নিয়োগ প্রক্রিয়ায় অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা৷ উচ্চ আদালতের রায়ে টিপিএসসি দ্বারা সহকারী অধ্যাপক বাছাই প্রক্রিয়া বাতিল হওয়ায় ঝুলে যায় ১৪৮ জনের নিয়োগ প্রক্রিয়াটি৷ উচ্চ আদালত বিষয় ভিত্তিক সহকারী অধ্যাপক বাছাই করার নির্দেশ দিয়েছিল৷ সেই মোতাবেক মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভা ১৪৮ জন সহকারী অধ্যাপক পুনরায় বাছাই করে নিয়োগ প্রক্রিয়ার অনুমোদন দিয়েছে৷ টিপিএসসিকে ১৪৮ জন সহকারী অধ্যাপক পদে বাছাই করার জন্য চাহিদাপত্র পাঠাবে রাজ্য প্রশাসন৷ এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানান শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷
তিনি আরও জানিয়েছেন, আগে যারা টিপিএসসিতে সহকারী পদে আবেদন জানিয়েছিলেন তাদের মধ্য থেকে বাছাই করা হবে৷ নতুন করে কেউ এই পদের জন্য আবেদন করতে পারবেন না৷ মোট ত্রিশটি বিষয়ের উপর ১৪৮ জন সহকারী অধ্যাপক বাছাই করা হবে৷ তবে, এসসি, এসটি সংরক্ষণ থাকবে৷
এদিকে, এখন থেকে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নম্বর সহ স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রী সাথে বিএড বাধ্যতামূলক হয়েছে৷ এনসিটিই’র নতুন নির্দেশিকায় একথা বলা হয়েছে৷ ২০০৯ সালের এনসিইটি’র নির্দেশিকা মোতাবেক নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রীর সাথে বিএড জরুরী ছিল৷ নতুন নির্দেশিকায় এর সাথে পঞ্চাশ শতাংশ নম্বরও থাকা বাধ্যতামূলক করা হয়েছে৷ ফলে, স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই নতুন নির্দেশিকা মানা হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন৷ তিনি আরও জানিয়েছেন, টিচার্স রিক্র্যুটম্যান্ট বোর্ডকে স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক নিয়োগের বাছাই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *