BRAKING NEWS

চলন্ত বাসে দুই সন্তানের জননীকে ধর্ষণ, জেল হাজতে ধৃত চালক ও খালাসি , নারী সংক্রান্ত অপরাধ বৃদ্ধির প্রতিবাদে সোচ্চার কংগ্রেস ও তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, আগরতলা, ৫ জুলাই৷৷ ফের ধর্ষণ৷ এবারে চলন্ত বাসে৷ দুই সন্তানের জননীকে নির্জনতার সুযোগ

চলন্ত বাসে ধর্ষণের প্রতিবাদে মঙ্গলবার তৃণমূলের উদ্যোগে আগরতলায় মোমবাতি মিছিল৷ ছবি নিজস্ব৷
চলন্ত বাসে ধর্ষণের প্রতিবাদে মঙ্গলবার তৃণমূলের উদ্যোগে আগরতলায় মোমবাতি মিছিল৷ ছবি নিজস্ব৷

নিয়ে বাসের মধ্যে ধর্ষণ করল চালক৷ সহযোগিতায় ছিল বাসের খালাসি৷ ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দক্ষিণ জেলার পি আর বাড়ি থানার অধীন রাধানগরে৷ পুলিশ অভিযুক্ত ধর্ষক এবং সহযোগীকে গ্রেপ্তার করেছে৷ বর্তমানে দু’জনই জেল হাজতে রয়েছে৷ এদিকে, এই ঘটনার প্রতিবাদে রাজনৈতিক পারদ চড়ছে৷ কংগ্রেসের পক্ষ থেকে পুলিশ হেডকোয়ার্টারে গণধর্ণা দেওয়া হয়েছে৷ অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে সন্ধ্যায় রাজপথে প্রতিবাদে মোমবাতি মিছিল সংগঠিত করছে৷
সংবাদে প্রকাশ, সোমবার বিকালে আগরতলা থেকে যাত্রী নিয়ে টিআর-০১-১২১৫ নম্বরের বাসটি গৌরাঙ্গবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল৷ বাসটি নিদয়াতে যায়৷ সেখান থেকে ধূপতলি যাওয়ার উদ্দেশ্যে বাসে ওঠেন দুই সন্তানের জননী পার্বতী ত্রিপুরা (কল্পিত নাম)৷ বাসটি ধূপতলি না গিয়ে গৌরাঙ্গবাজারে চলে যায়৷ একে একে সব যাত্রী বাস থেকে নেমে যায়৷ তখন বাসে একাই ছিলেন পার্বতী৷ বাসের খালাসি জয় দেব যমুনার কাছে তার গন্তব্যস্থল জানতে চায়৷ পার্বতী তাকে ধূপতলি যাওয়ার কথা বলেন৷

চলন্ত বাসে ধর্ষণের প্রতিবাদে মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টারের সামণে গণধর্ণা দিয়েছে কংগ্রেস৷ ছবি নিজস্ব৷
চলন্ত বাসে ধর্ষণের প্রতিবাদে মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টারের সামণে গণধর্ণা দিয়েছে কংগ্রেস৷ ছবি নিজস্ব৷

পার্বতীকে বাসে একা দেশে বাস চালক পরিমল দেবনাথের মাথায় কুমতলব আসে৷ তাকে ধূপতলি নিয়ে যাওয়ার কথা বলে বাসটিকে গৌরাঙ্গবাজার থেকে ফের রাধানগরে নিয়ে যাওয়া হয়৷ যাওয়ার পথে বাসটি চালায় খালাসি জয় দেব৷ বাসের স্টিয়ারিং ছেড়ে পার্বতীর পাশের সিটে গিয়ে বসে চালক পরিমল দেবনাথ৷ বাসের নির্জনতার সুযোগ নিয়ে ঐ দুই সন্তানের জননীকে ধর্ষণ করে পরিমল৷
তারপর বাসটি রাধানগর যা্যয়ার পর বাসের মালিকের ভগ্ণিপতি মনমোহন দেবের বাড়িতে নিয়ে যাওয়া হয় পার্বতীকে৷ অন্যদিকে বাসটি নিয়ে চলে যায় খালাসি জয় দেব৷ মনমোহনবাবু পরিমল ও পার্বতীকে দেখে সন্দেহ হয়৷ পরিমল জানায় ঐ মহিলা রাস্তা ভুলে যাওয়ায় তাকে তার সাথে নিয়ে এসেছে৷ তাতেও মনমোহনবাবুর সন্দেহ দূর হয়নি৷ তখনই তিনি বিষয়টি পি আর বাড়ি থানার পুলিশকে জানায়৷ পুলিশ রাতেই ঐ বাড়িতে ছুটে যায় এবং পরিমল ও পার্বতীকে আটক করে থানায় নিয়ে যায়৷ পার্বতীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়৷ ডাক্তারী পরীক্ষার প্রাথমিক রিপোর্টে ধর্ষণের সত্যতা পাওয়ায় পুলিশ পরিমল দেবনাথকে গ্রেপ্তার করে৷ এদিকে, পুলিশ রাতেই তল্লাসী অভিযান চালায় খালাসি জয় দেবকে গ্রেপ্তারের জন্য৷ রাতেই তাকে গ্রেপ্তার করা হয়৷
এদিকে, মঙ্গলবার সকালে অভিযুক্ত পরিমল দেবনাথ ও জয় দেবকে আদালতে তোলা হলে দু’জনকেই ১৪ দিনের জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক৷ পুলিশ একটি ধর্ষণ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ চলন্ত বাসে ১৯ বছর বয়সী গৃহবধূকে ধর্ষণের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণ জেলায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়৷ দিল্লীতে নির্ভয়া কান্ডের কিছুটা মিল রয়েছে এই ঘটনার সাথে৷ নির্ভয়া ছিলেন যুবতী৷ সেখানে তাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে৷ এখানে পার্বতী দুই সন্তানের জননী এবং তাকে হত্যা করা হয়নি৷
এই ধর্ষণের ঘটনার প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস ও তৃণমূল৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার নেতৃত্বে দলের শাখা সংগঠন যুব কংগ্রেসকে সঙ্গে নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে গণধর্ণা দিয়েছে৷ পুলিশ হেড কোয়ার্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস৷ অন্যদিকে, তৃণমূলের তরফে এই ঘটনার প্রতিবাদে এবং রাজ্যে উত্তরোত্তর ধর্ষণের ঘটনার ধিক্কার জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় আগরতলায় মোমবাতি মিছিল সংগঠিত করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *