নয়াদিল্লি, ৫ জুলাই৷৷ মোদি মন্ত্রিসভায় একদিকে ১৯ জন নতুন মুখ আনা হয়েছে৷ অন্যদিকে বিজেপি পরিচালিত এনডিএ সরকারের হেভিওয়েট মন্ত্রী স্মৃতি ইরাণী এবং সদানন্দ গৌড়ার ডানা ছাঁটাই করা হয়েছে৷ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর পদ থেকে স্মৃতি ইরাণীকে সরানো হয়েছে৷ তাঁকে বস্ত্র মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে৷ একইভাবে সদানন্দ গৌড়াকে আইন মন্ত্রকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পরিসংখ্যান মন্ত্রকের দায়িত্বে বসানো হয়েছে৷ তবে বড় চমক প্রকাশ জাবেদকর রাষ্ট্রমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন৷ এখন থেকে তিনি ক্যাবিনেট র্যাংকের মর্যাদা পাবেন৷ স্মৃতি ইরাণীর হাত থেকে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এখন প্রকাশ জাবেদকরের হাতে দেওয়া হয়েছে৷ মূলতঃ গত কয়েকদিন যাবৎ স্মৃতি ইরাণী নানা বিতর্কে জড়িয়ে পড়েছিলেন৷ ধারণা করা হচ্ছে এরজন্যই মোদি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে৷ সদানন্দ গৌড়ার হাত থেকে আইন মন্ত্রক রবিশঙ্কর প্রসাদের হাতে দেওয়া হয়েছে৷
মন্ত্রিসভার এই বড় রদবদলের সিদ্ধান্ত কার্য্যত কয়েকটি রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং গুজরাট এই তিন রাজ্য থেকে একাধিক সাংসদকে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হয়েছে৷ ২০১৪ সালে কেন্দ্রে মোদি সরকার গঠন হওয়ার পর এই প্রথম এতবড় রদবদল হয়েছে মন্ত্রিসভায়৷
মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে ১৯ জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠন করালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ এর মধ্যে কয়েকজন পূর্ণমন্ত্রী ও কয়েকজন রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন৷ কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে পারফর্মাদের উপরই জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পরিবেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী প্রকাশ জাভড়েকর প্রমোশন পেয়ে শপথ নিলেন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে৷ কেন্দ্রীয় মন্ত্রিসভায় দ্বিতীয় মন্ত্রী পেল পশ্চিমবঙ্গও৷ মন্ত্রী হলেন দার্জিলিং এর সাংসদ সুরেন্দ্রজিৎ সিং আলুওয়ালিয়া৷ বাবুলসুপ্রিয়ার পর এবার দার্জিলিং এর সাংসদ এসএস আলুওয়ালিয়া প্রতিমন্ত্রী হিসেবে এলেন মন্ত্রিসভায়৷ এদিন শপথ নেওয়া ১৯ জন মন্ত্রীর মধ্যে ১৭ জনই ভারতীয় জনতা পার্টির৷ এছাড়া আপনা দলের নেত্রী অনুপ্রিয়া সিং প্যাটেল ও রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার নেতা রামদাস আঠওয়ালে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন৷
এবার মোদি মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন বেশ কয়েকটি নতুন মুখ৷ ফগ্গন সিং কুলস্তে, বিজয় গোয়েল, এম জে আকবর, এসএশ আলুওয়ালিয়া, রামদাস আঠাওয়াল, প্রমুখ রয়েছেন এই তালিকায়৷ তবে, তাৎপর্যপূর্ণভাবে মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন ৫ মন্ত্রী৷ এরা হলেন রামশংকর কাঠেরিয়া, নিহাল চাঁদ, সানওয়ারলাল জাঠ, মনসুখভাই ভাসাভা ও এম কে কুন্দারিয়া৷ এদিন যে ১৯ জনকে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি তারা হলেন প্রকাশ জাভড়েকর, অনুপ্রিয়া প্যাটেল, রামদাস আঠাওয়ালে, রমেশ চান্ডাপ্পা জিগজিনাগি, যশবন্ত সিং বাভর, পুরুষোত্তম রুপালা, মনসুখ মান্দাভিয়া, মহেন্দ্রনাথ পান্ডে, এছাড়া মন্ত্রিসভায় এসেছেন উত্তরপ্রদেশের শাহজাহানপুরের সাংসদ কৃষ্ণা রাজা ও আলমোড়ার সাংসদ অজয় টামটা৷ মন্ত্রী হিসেবে আরো যারা শপথ নিয়েছেন তারা হলেন পিপি চৌধুরী, সুভাষ রাম রাও ভামরে, এম জে আকবর, অর্জুন মেঘওয়াল, অনিল মাধব দাভে, ফগন কুলস্তে, রাজন গোঁহাই এস এস আলুওয়ালিয়া এবং সিআর চৌধুরী৷ মোদি মন্ত্রিসভার দ্বিতীয় সম্প্রসারণে ভারসাম্য বজায় রাখারও চেষ্টা করা হয়েছে৷ নতুন ১৯ জন মন্ত্রীর মধ্যে তপশিলি জাতিভুক্ত ৫ জন, তপশিলি উপজাতিভুক্ত ২ জন, সংখ্যালঘু ২ জন ও মহিলা ২ জন৷ তারা উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, দিল্লি, উত্তরাখন্ড, কর্ণাটক ও অসমের৷