BRAKING NEWS

প্রকাশ্যে সিট্যুভুক্ত অটো চালকদের গুন্ডামী, দুই বিমানযাত্রীর পর রক্তাক্ত লরির খালাসি

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ ফের সিট্যুভুক্ত অটো চালকের গুন্ডামি৷ ট্রাকের এক নিরীহ খালাসিকে পিটিয়ে রক্তাক্ত করেছে ঐ অটোচালক৷ ঘটনাটি ঘটে শহরের চন্দ্রপুর বাসস্ট্যান্ড সংলগ্ণ এলাকায়৷ ঘটনাকে কেন্দ্র করে ঐ এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৷ স্থানীয় লোকজন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ পরে পুলিশ ঐ অটো চালককে গ্রেপ্তার করেছে৷ তার নাম বিবেকানন্দ মিশ্র৷ অন্যদিকে আহত খালাসির নাম ক্ষিতিশ পাল৷ বর্তমানে তিনি জি বি হাসপাতালে ভর্তি৷
সংবাদে প্রকাশ, এদিন দুপুরে চন্দ্রপুর তুষার সংঘের সামনের রাস্তায় দাঁড়ানো ছিলো টিআর-০১-১৫২৭ নম্বরের একটি লরি৷ যান্ত্রিক ত্রুটি থাকায় রাস্তার পাশে লরিটিকে সারানোর কাজে ব্যস্ত ছিলেন চালক মানিক মিয়া ও খালাসি মূক বধির যুবক ক্ষিতিশ পাল৷ আচমকা টিআর-০১-ডি-৪৪২২ নম্বরের একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা দেয়৷ সংঘর্ষের পর অটো চালক বিবেকানন্দ মিশ্র ওরফে ভানু তার দোষ স্বীকার না করে লরি চালক ও খালাসিকে বকাবকি শুরু করে৷ কিছু বুঝে ওঠার আগেই লরি চালক মানিক মিয়া ও তার খালাসি ক্ষিতিশ পালকে এলোপাথারি মারধর শুরু করে অটো চালক৷ তার হয়ে আরো কয়েকজন অটো চালক এগিয়ে আসে৷ তারা সম্মিলিতভাবে মানিক ও ক্ষিতিশকে রক্তাক্ত করে অটো চালক৷ এই ঘটনা দেখে উপস্থিত ও তুষার সংঘের সদস্যরা ছুটে যায়৷ তারা সঙ্গে সঙ্গেই অটো চালককে আটক করে৷ ক্লাব সদস্যরা বিবেকানন্দ ও তার অটোকে ক্লাবের ভিতরে ঢুকিয়ে দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পূর্বথানার পুলিশ৷ এরপর অন্যান্য অটো চালকরা পিছু হটে৷
বিবেকানন্দ মিশ্রর মারধরের ঘটনায় খবর পেয়ে চন্দ্রপুরে আসে নাগেরজলা-চন্দ্রপুর রোডের লাইন সেক্রেটারি৷ সঙ্গে নিয়ে আসে আরো কয়েকজন অটো চালককে৷ সে এসে ফের ঝামেলা পাকানোর চেষ্টা করে৷ লরির চালক ও খালাসিকে গালাগাল দিতে থাকে৷ এরপর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়৷ অবস্থা বেগতিক দেখে ছুটে আসে তুষার সংঘের সদস্যরা৷ স্থানীয় লোকজনের সঙ্গে তর্কে জুড়ে যায় সিট্যুর নেতা তথা নাগেরজলা-চন্দ্রপুর রোডের লাইনম্যান৷ পরিস্থিতি তার প্রতিকূলে থাকায় ধীরে ধীরে পিছু হটে এই লাইনম্যান৷
পুলিশ অভিযুক্ত চালক ও তার অটোটি পূর্ব থানায় নিয়ে আসে এবং রক্তাক্ত মানিক ও ক্ষিতিশকে হাসপাতালে পাঠিয়ে দেয়৷ অভিযোগ, এই ঘটনা জানাজানির পর বিবেকানন্দ মিশ্রকে বাঁচাতে মাঠে নামেন সিট্যুর নেতারা৷ বিষয়টি মিটমাট করার জন্য সিট্যুর পক্ষ থেকে পুলিশকে প্রস্তাব দেওয়া হয়৷ প্রসঙ্গত, গত দশ দিনে বিভিন্ন স্থানে সিট্যুভুক্ত অটো চালকদের দৌরাত্ম্যে নাভিশ্বাস উঠেছে যাত্রী সাধারণের৷ রাজধানীর জ্যাকশন গেইটে বহির্রাজ্যের এক বিমানযাত্রীকে মেরে রক্তাক্ত করেছিল সিট্যুভুক্ত এক অটোচালক৷ তারপর আগরতলা বিমানবন্দরে অপর এক বিমানযাত্রীকেও মারধর করে রক্তাক্ত করেছিল সিট্যুভুক্ত অটো চালকরা৷ একের পর এক গুন্ডামী চালিয়ে যাচ্ছে অটো চালকরা৷ এই ব্যপারে কঠোর কোন ব্যবস্থা গ্রহণ করছে না সংগঠনের নেতৃত্বরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *