নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): আরও একটি প্রকল্পের মুখ হতে চলেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন| কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের তরফে অমিতাভ বচ্চনকে অনুরোধ করা হয়েছে, আরও একটি প্রকল্পের প্রতিনিধি হওয়ার জন্য| শহরের সব রকম বজর্য পদার্থ থেকে যে সার তৈরি করা হচ্ছে, তার উপকারীতা সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য যে সব বিজ্ঞাপন, পোস্টার বা জিঙ্গল হবে, সেখানে উপস্থিত থাকতে হবে বিগ বি-কে|
স্বচ্ছ ভারত অভিযানের অন্তর্গত এই প্রকল্পে শহরের কঠিন বর্জ্যকে ১০০ শতাংশ বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সারে রূপান্তরিত করা হয়| সার প্রস্তুতকারক সংস্থাগুলিকের নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই সারই তারা কেনেন|