নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ জুলাই ৷৷ সুকল থেকে গাড়ী ফেরার পথে বাস দুর্ঘটনায় আহত হল এক সুকল ছাত্রী৷ সে বিশালগড় টাউন গার্লস সুকলের চতুর্থ শ্রেণীর ছাত্রী৷ নাম তার অঙ্কিতা সাহা৷ পিতা নন্দন সাহা৷ বাড়ী বিশালগড়৷ প্রসঙ্গত, সুকল থেকে বাড়ীর উদ্দেশ্যে যাবার পথে হঠাৎ একটি বাস গাড়ী এসে বিশালগড় ব্রীজ চৌমুহনী এলাকায় টিআর০৭-১২৩৪ নম্বরের একটি যাত্রীবাহি বাস সজোড়ে ধাক্কা মারে এবং ছাত্রীর পায়ের উপর গাড়ীর চাকা তুলে দেয়৷ ঘটনাস্থলে অঙ্কিতা জাতীয় সড়কের উপরে লুটে পড়ে যায়৷ এগিয়ে আসে পথচারী সহ পুলিশ প্রশাসন৷ নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷ অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে রেফার করা হয়৷ দুর্ঘটনা জেড়ে জাতীয় সড়কের চারিদিকে স্তব্ধ হয়ে যায় যান চলাচল৷ পরবর্তী সময়ে স্থানীয় ব্যাবসায়ীরা গাড়ীর চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়৷ এদিকে, বিশালগড় থেকে টিএসআর ক্যাম্পে যাবার সময় রাস্তার মাথা এলাকায় আসতেই অপরদিক থেকে আসা দ্রুতগামী টিআর০১পি-১৯৪৬ নম্বরের একটি গরু বোঝাই গাড়ী টিআর০১সি-০৯৬০ নম্বরের একটি টিএসআর গাড়ীকে সজোড়ে ধাক্কা মারে৷ সঙ্গে সঙ্গে গরু বোঝাই গাড়ীর চালক গাড়ী থেকে নেমে পালিয়ে যায়৷ টিএসআর গাড়ীর কিছু টিএসআর কর্মী ধাওয়া করলেও গরু গাড়ীর চালককে আকট করতে সক্ষম হয়নি৷ গাড়ীটি প্রথম ব্যাটেলিয়ানের ছিল বলে জানা যায়৷ এই দুর্ঘটনায় টিএসআর গাড়ীর বেশী ক্ষতি হলেও অল্পেতে রক্ষা পায় টিএসআর গাড়ীর চালক৷