মুম্বই, ২ জুলাই (হি.স.): জল্পনাই সত্যি হল| মা হতে চলেছেন বেবো| করিনা কাপুর খানের মা হওয়ার কথা স্বীকার করেছেন সইফ আলি খান নিজেই| আগামী ডিসেম্বরে প্রথম সন্তানের জন্ম দেবেন করিনা| গত মাসে ছুটি কাটাতে লন্ডন গিয়েছিলেন খান দম্পতি| তখনই প্রথম খবরটি প্রকাশ্যে আসে| শোনা যায়, বেগমকে বিশ্রাম দিতেই নাকি বিদেশে নিয়ে গিয়েছেন সইফ| যদিও দেশে ফিরে মা হওয়ার কথা অস্বীকার করেন করিনা| একটি সাক্ষাকারে বেবো জানান, আপাতত কাজে মন দিতে চান| মা হবেন| তবে এখন নয়| কাপুর আর খান পরিবারও মুখে কুলুপ আঁটে|
এবার সইফ নিজেই করিনার মা হওয়ার কথা স্বীকার করলেন| সেই সঙ্গে ভক্ত, শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও দিলেন|