দেরাদুন, ২ জুলাই (হি.স.): উত্তরাখণ্ডের পাউরি ঘারওয়াল জেলায় গাড়ি খাদে পড়ে মৃতু্য হল ২ জনের| মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ জন| আহতদের চিকিত্সার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে| শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে|
পুলিশ জানিয়েছে, এদিন সকালে ৬ জনকে নিয়ে ঘেদি গ্রাম থেকে দুগ্গাদা যাচ্ছিল একটি ন্যানো গাড়ি| সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ন্যানো গাড়িটি| প্রাণ হারান ২ জন| আহতদের চিকিত্সার জন্য কোটদ্বারা হাসপাতালে ভর্তি করা হয়েছে|
2016-07-02