চাকমাদের মাতৃভাষায় শিক্ষা নিয়ে রাজ্য সরকারের কাছে হলফনামা চাইল হাইকোর্ট

Highcourt of Tripura Imageনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ চাকমা জনগোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষার অধিকার দেওয়ার দাবীতে উক্ত জনগোষ্ঠীর তরফে হাইকোর্টে আবেদন জানানো হয়েছিল৷ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা গ্রহণ করে৷ মামলার মূল বিষয়বস্তু ছিল চাকমারা   জনসংখ্যার তিন শতাংশ হওয়া সত্বেও মাতৃভাষায় শিক্ষার সুযোগ পাচ্ছেনা৷ চাকমা ভাষায় বেশ কিছু সুকলে শিক্ষার সুযোগ রয়েছে বলা হলেও প্রকৃতপক্ষে চাকমা ভাষার শিক্ষক নেই বললেই চলে৷ যারা চাকমা ভাষায় শিক্ষা দিচ্ছেন তারা নিজেরাই চাকমা ভাষায় পারদর্শী নন৷ এই বিষয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা গ্রহণ করে রাজ্য সরকারকে এক মাসের মধ্যে এই বিষয়ে আদালতে হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ একমাস পর মামলাটি পুনরায় শুনানীর জন্য উঠবে৷