নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৪ জুন৷৷ বুধবার রাত্রি দশটা নাগাদ বিশালগড় থানাধীন পূর্ব লক্ষীবিল এলাকার এখ ব্যাবসায়ী বিপ্লব দেব দোকান বন্ধ করার সময় এলাকারই বাসিন্দা লিটন সরকার ও তার ছোট ভাই টিটন সরকার মদমও অবস্থায় ব্যাবসায়ী বিপ্লব দেব এর উপর দা এবং কাঠের চেলি নিয়ে হামলে পড়ে৷ এবং তার মাথায় এলোপাথারি ভাবে মারতে থাকে৷ এমনাবস্থায় তার চিৎকার শুনে বিপ্লব দেব এর ছোট ভাই বাড়ী থেকে দৌড়ে আসে ভাইকে বাঁচাবার উদ্দেশ্যে৷ কিন্তু এলাকারই সমাজদ্রোহী হিসাবে পরিচিত লিটন ও টিটন সরকার দুই ভাই মিলে বিপ্লব দেব এর ছোট ভাই রাজু দেব কেও তাদের সন্দ্রান থেকে রেহাই দেয় নি৷ অভিযোগ মদমও দুই ভাইয়ের দায়ের কোপে আহত দুই ভাই৷ অভিযোগ বড় ভাই লিটন সরকার দিন রাত্রি মদের নেশায় থাকে, এবং গ্রামের মধ্যে প্রায়শই কুকর্ম করে আসছে বলে অভিযোগ৷ ছোট ভাই টিটন ছেলে হিসাবে ভাল হলেও বড় ভাইয়ের গুন সবগুলিই প্রভাবিত করছে ছোট ভাইয়ের মস্তিকে৷ এমনটাই অভিযোগ এলাকাবাসীদের৷ পরবর্তী সময়ে আহত দুই ভাইয়ের চিৎকারে এলাকাবাসীরা ছুটে আসলে পালিয়ে যায় সমাজদ্রোহী দুই ভাই৷ এলাকাবাসীরা তৎক্ষনাত তাদের মাটি থেকে তুলে নিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা পেয়ে তাদের রেফার করে৷ পরবর্তী সময়ে সমাজদ্রোহী লিটন ও টিটন সরকারের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা করা হয়৷ যদিও পুলিশ তাদের এখনও আটক করতে সক্ষম হয়নি৷ এলাকাবাসীদের অভিযোগ বহুদিন যাবৎ লিটন সরকারের ক্রমে অতিষ্ট গ্রামবাসী৷
2016-06-15

