নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৪ জুন৷৷ সিপাহীজলা জেলার চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সনামধন্য বিদ্যালয় হিসাবে পরিচিত৷ কিন্তু বৎসর দুয়েক ধরে বিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো তা খুবই করুণ৷ এই বিদ্যালয়ে দক্ষিম চড়িলাম, ধারিয়াহল, ছেচরীমাই, সিলেটিয়ামুড়া, আড়ালিয়া এসমস্ত এলাকা থেকে ছাত্র-ছাত্রীরা পড়াশুনা করতে আসে৷ বিদ্যালয়ে মোট ছাত্র/ছাত্রীর প্রায় পাঁচশতেরও বেশী শিক্ষক শিক্ষিকায় ও স্বপ্লতা নেই৷ সব মিলিয়ে পড়াশোনা বিদ্যালয়ে ভালো হওয়ার কথা৷ কিন্তু বিদ্যালয়ে নেই পঠন পাঠনের পরিকাঠামো৷ তাছাড়া বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রায়ই দেরী করে আসে৷ এলাকাবাসীরা অভিযোগ করে বলেন শিক্ষক শিক্ষিকা পঠন পাঠন করাতে এতো উদাসীন যে ঠিক সময়মতো শেণীকক্ষে যায় না৷ এমনকি পাঠদান সঠিক ভাবে করান না৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র দাস কেন এ বিষয়ে নজর দেয়নি এলাকাবাসী ক্ষুব্ধ৷ তাছাড়া দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীর তাদের হাতে মার্কশীট দিতে পারেননি দিলীপ বাবু৷ এই বিষয়ে জল্পনা কল্পনা চলছে অভিভাবক মহলে৷ বিদ্যালয়ের পরিষেবা এবং পরিকাঠামোগত প্রচন্ড অভাব রয়েছে এই বিদ্যালয়ে৷ অভিভাবকরা এসকল বিষয়ে সরব তখন বিদ্যালয় উন্নয়ন কমিটিকে এনে প্রধান শিক্ষক দীলিপ চন্দ্র দাস বিদ্যালয় পরিচালন সকল বিষয় নিয়ে আলোচনা করাই উচিৎ বলে মনে করেন অভিভাবক মহলের একাংশ৷
2016-06-15

