উচ্চাভিলাষী নেতাদের বরদাস্ত না করে সুশৃঙ্খল দল গঠনের আওয়াজ উঠল তৃণমূলের প্রতিনিধি সম্মেলনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ আতীতে কিছু নেতা কর্মী উচ্চাভিলাষী হয়েছেন৷ তাদেরকে বরদাস্ত করা হবে না৷ নিজেদের সংশোধন না করলে দল থেকে বহিস্কার করে দেওয়া হবে৷ দলকে সুশৃঙ্খল করতে হবে৷ এমনই আওয়াজ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিধানসভা ভিত্তিক প্রতিনিধি সম্মেলনে৷ একই সঙ্গে এই সম্মেলনে জোর দেওয়া হয়েছে রাজ্যে বামফ্রন্ট সরকার তথা মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিকল্প গঠন করার জন্য৷ আর সেজন্য স্বচ্ছ পদ্ধতি অবলম্বন করতে হবে যা রাজ্যের মানুষ উপলব্ধি করতে পারে৷
DSC_4978রবিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রদেশ তৃণমূল কংগ্রেসের বিধানসভা কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়৷ রুদ্ধদ্বার এই সম্মেলনে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিনিধরা উপস্থিতি ছিলেন৷ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান রতন চক্রবর্তী বলনে, দলকে সুশৃঙ্খল করতে হবে৷ সাংগঠনিক ভিতকে শক্তিশালী করতে হবে৷ তাছাড়া প্রতিটি বিধানসভা কেন্দ্রে ইস্যুভিত্তিক আন্দোলন সংগঠিত করতে হবে রাজ্য বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে৷ অতীতের কিছু নেতৃত্ব যারা উচ্চাভিলাষী হয়েছিলেন তাদেরকে বরদাস্ত করা হবে না৷ এদিকে, এই সম্মেলনে বিধায়ক সুদীপ রায় বর্মন বক্তব্য রাখতে গিয়ে বলেন, বামফ্রন্ট সরকারের অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগঠিত করতে হবে৷ একটি বিকল্প হিসেবে তৃণমূল কংগ্রেস সামনে এসেছে৷ ২০১৮ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট সরকারকে ক্ষমতার মসনদ থেকে সরাতে তৃণমূল কংগ্রেস সর্বোত শক্তি প্রয়োগ করবে বলে জানান সুদীপ রায় বর্মন৷
এদিকে, প্রতিনিধি সম্মেলনের পর বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিধায়ক আশিষ কুমার সাহাকে পাশে বসিয়ে প্রদেশ তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রতন চক্রবর্তী জানিয়েছেন, এই সম্মেলন থেকে ১১ দফা দাবি সনদ গ্রহণ করা হয়েছে৷ দাবীগুলির মধ্যে রয়েছে, চিটফান্ডে ক্ষতিগ্রস্তদের জমাকৃত টাকা ফেরত দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে৷ রেগা সহ কেন্দ্রীয় প্রকল্পের রূপায়নে দুর্নীতি রোধ কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে স্পেশাল অডিট করা৷ বেকারদের কর্মসংস্থান করা৷ এডিসির হাতে অধিক ক্ষমতা প্রদান সহ সরাসরি অর্থ প্রদান করা৷ কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন ভাতা চালু করা ইত্যাদি৷ পাশাপাশি রতন চক্রবর্তী জানিয়েছেন খুব শীঘ্রই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যে আসবেন৷
এদিকে, এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া পাঁচ বিধায়ক৷ তারা হলেন বিধায়ক সুদীর রায় বর্মন, আশিষ কুমার সাহা, বিশ্ববন্ধু সেন, দিবাচন্দ্র রাঙ্খল এবং প্রণজিৎ সিংহ রায়৷ অনুপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ সরকার৷ শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি সুরজিৎ দত্তও সম্মেলনে অনুপস্থিত ছিলেন৷ এদিনের সম্মেলনে সিপিএম ছেড়ে দুইজন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷ তারা হলেন সিপিএমের কমলপুর অঞ্চল কমিটির সদস্য মনোজ পাল এবং কমলপুর নগর পঞ্চায়েতের প্রাক্তন কাউন্সিলার অমল মজুমদার৷
অন্যদিকে, আজ আগরতলা রবীন্দ্র ভবনে তৃণমূল কংগ্রেসের ডাকা মিটিংয়ে যাওয়ার অপরাধে কমলপুর শহরের সি পি আই এম দলের অঞ্চল সদস্য দুই জনকে দল বিরোধী কাজের অপরাধে দল থেকে বহিস্কার করলেন কমলপুর সি পি আই এম মহকুমা কমিটি৷ একথা জানান সি পি আই এম কমলপুরের অঞ্চল সম্পাদক অমর ভট্টাচার্য্য৷ বহিসৃকতরা হলেন মনোজ পাল এবং অমল মজুমদার৷ এর মধ্যে অমল মজুমদার কমলপুর শহরের নগর পঞ্চায়েতের প্রাক্তন কাউন্সিলার ও মনোজ পাল ছিলেন বর্তমান অঞ্চল সদস্য৷ এই বিষয় সাংবাদিকদের সি পি আই এম কমলপুর অঞ্চল সম্পাদক অমর ভট্টাচার্য্য জানান আজ থেকে চার দিন আগে তারা সি পি আই এম দল থেকে দলবিরোধী কাজ করেছে৷ তার প্রমাণ পেয়ে দল দুই জনকে দল থেকে বহিস্কার করেছে৷