বিশ্ব পরিবেশ দিবসে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): বিশ্ব পরিবেশ দিবসে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের  আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷রবিবার বিশ্ব পরিবেশ দিবসে দেশের মানুষের কাছে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে পরিবেশ সবুজ ও পরিচ্ছন্ন রাখার আবেদন করে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী ৷ এদিন  পর কয়েকটি ট্যুইট করে প্রধানমন্ত্রী বলেন, এই দিনটি হল শপথ গ্রহণের দিন, যাতে আমারা পরিবেশকে রক্ষা করতে পারি ও পরিবেশের সাদৃশ্য বজায় রাখতে পারি৷তাঁর ২১তম ‘মান কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে পরিবেশকে রক্ষা করার আহ্বান করেছিলেন৷ প্রাকৃতিক সম্পদ জল ও বনভূমি রক্ষার কথাও শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীর গলায়৷ এমনকী তিনি জানিয়েছিলেন যে, এই বছর বিশ্ব পরিবেশ দিবসে রাষ্ট্রসংঘের নির্ধারিত থিম হল বন্যপ্রাণীর চোরাচালান নিয়ন্ত্রণ করা৷