দূরশিক্ষায় ফলাফলে অসংগতি, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ

University Resultনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত দূরশিক্ষায় বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম সেমিস্টারের ফলাফলে অসংগতি ও ত্রুটি দেখা দিয়েছে৷ শনিবার ফলাফল ঘোষণার পরপরই পরীক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ছুটে যান৷ সেখানে গিয়ে দূরশিক্ষা বিভাগের অধিকর্তা ডঃ কে এম জমাতিয়া সহ অন্যান্য আধিকারীকদের সঙ্গে যোগাযোগ করে কোন ধরনের সদুত্তর পায়নি৷
কর্তৃপক্ষের কাছ থেকে কোন সদুত্তর না পেয়ে পরীক্ষার্থীরা উত্তেজিত হয়ে উঠেন৷ তারা বিশ্বাবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগরতলা- সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করে৷ ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে আমতলী থানার পুলিশ৷ দীর্ঘ প্রায় একঘন্টা যাবৎ চলে অবরোধ৷ এই অবরোধের ফলে ঐ সড়কে উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে যায়৷ পুলিশের তরফ থেকে পরীক্ষার্থীদের কাছে অনুরোধ জানানো হয় যাতে তারা আন্দোলন প্রত্যাহার করে নেয়৷ পুলিশের অনুরোধে পরীক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেনি৷ পরে বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের পরীক্ষা নিয়ামক, অধিকর্তা সহ অন্যান্য অফিসাররা এসে তাদের ক্ষোভ শান্ত করার চেষ্টা করেন৷ তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি৷ পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিষয়ের অধ্যাপকরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন অবিলম্বে তাদের ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশ করা হবে৷ আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে৷
এদিকে, পরীক্ষার্থীদের আন্দোলনের সমর্থন জানাতে ঘটনাস্থলে পৌঁছেন এসএফআই রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য ছাত্র নেতারা৷ অন্যদিকে, ফলাফলে অসংগতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন৷ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে৷ সাথে দাবী জানিয়েছে, অবিলম্বে প্রকাশিত ফল সংশোধন করে পুনরায় প্রকাশ করতে হবে৷ ভবিষ্যতে নির্ভুল ফল প্রকাশের গ্যারান্টি দিতে হবে৷ ত্রুটিপূর্ণ ফল প্রকাশের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি দিতে হবে৷ ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে৷ সাথে সাথে এই বিশ্ববিদ্যালয়ের খামখেয়ালীপনার বিরুদ্ধে ছাত্র আন্দোলন গড়ে তোলার জন্য সকল স্তরের ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠন৷