নয়াদিল্লি, ২৮ মে (হি.স.): জন্মবার্ষিকীতে বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকারের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শনিবার বিনায়ক দামোদর সাভারকারের ১৩৩ তম জন্মবার্ষিকী| এদিন সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, `ভারত মাতার আদর্শ সন্তান এবং বহু ভারতীয়ের অনুপ্রেরণা বিনায়ক দামোদর সাভারকারের জন্মদিনে তাঁকে শত শত প্রণাম|’
১৮৮৩ সালের ২৮ মে মহারাষ্ট্রের নাসিকে জন্মগ্রহণ করেছিলেন বিনায়ক দামোদার সাভারকার| এই বীর বিপ্লবীকে ইংরেজরা আন্দামানের জেলে দীর্ঘদিন বন্দী করে রেখেছিল| ১৯৬৬ সালের ২৬ ফেব্রুয়ারি মুম্বইয়ে প্রয়াত হন তিনি| মৃতু্যকালে তাঁর বয়স হয়েছিল ৮২বছর|
2016-05-28

