নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ আইজিএম হাসপাতালে বাঁকাপথে একাংশ ক্যাজুয়েল কর্মীদের নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ৷ এই ধরনের ঘটনার প্রতিবাদ জানিয়ে আইজিএম হাসপাতালে কর্মরত ক্যাজুয়েল কর্মীরা আজ আইজিএম হাসপাতাল সুপারের কাছে ডেপুটেশান প্রদান করেন৷ নিয়মমত ক্যাজুয়েল কর্মীদের নিয়োগ করার জন্য তারা দাবি জানিয়েছেন৷ বিষয়টির সুষ্ঠ তদন্ত ক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও তারা দাবি জানান৷ অবশ্য হাসপাতাল সুপার এধরনের অভিযোগ অস্বীকার করেছেন৷
2016-05-17
