নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): যোজনা কমিশন হটিয়ে অনেক আগেই তার জায়গা নিয়েছে নীতি আয়োগ৷ এবার পঞ্চবার্ষিকী পরিকল্পনার বদলে ১৫ বছরের ভিশন ডকুমেন্ট আনার সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার৷ সামাজিক উন্নতির দিকে নজর রাখাই হবে যার প্রধান কাজ৷ সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনার (২০১২-১৭)মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর। তারপর শুরু হবে ভিশন ডকুমেন্টের কাজ। সর্বোচ্চ পর্যায়ে ইতিমধ্যেই এই প্রকল্প ছাড়পত্র পেয়েছে। সামাজিক উন্নয়নের দিকে নজর দেওয়ার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রতিরক্ষার বিষয়টিও গুরুত্ব পাবে এখানে৷
১৯৫১-য় জওহরলাল নেহরুর আমলে দেশের উন্নয়নের কথা মাথায় রেখে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়। এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়েছে এমন ১২টি পরিকল্পনা। তবে বর্তমান পরিস্থিতিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও যোজনা কমিশন- দুটোই গুরুত্বহীন হয়ে পড়েছে বলে মনে করছে কেন্দ্র।
2016-05-13

