ছাত্রছাত্রীর ভুল তথ্য, ১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

scamনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ রাজ্য বামফ্রন্ট সরকার রাজ্যের ছাত্রছাত্রী সম্পর্কে ভুল তথ্য উপস্থাপন করে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ১৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য নেতৃবৃন্দ৷ রাজ্য সরকার মিড ডে মিল প্রকল্পে প্রাইমারি স্তরে অধিক সংখ্যক ছাত্রের নামের তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে প্রেরণ করে মিড ডে মিল প্রকল্পে প্রচুর টাকা আত্মসাৎ করে চলেছে বলে অভিযোগ৷ এই ধরনের কার্যকলাপকে কেন্দ্রের সঙ্গে প্ররোচনা করার সামিল বলে উল্লেখ করা হয়েছে৷ বুধবার বিজেপির দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য মুখপাত্র মৃণাল কান্তি দে বলেন, এটি অসংখ্য ঘটনার মধ্যে একটিমাত্র নজির৷ বিভিন্ন প্রকল্পেই এধরনের মিথ্যার আশ্রয় নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অধিক অর্থ এনে আত্মসাৎ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন৷ এর ফলে কার্যত রাজ্যের উন্নয়ন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে৷ শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এধরনের চক্রান্ত কোনভাবেই বরদাস্ত করবেন না বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর এদেশের  সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের লোকজনদের হামলা হুজ্জুতির পরিপ্রেক্ষিতে বিজেপি যুব মোর্চার এক প্রতিনিধি দল বাংলাদেশ ভিসা অফিসে ডেপুটেশান দিতে গেলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়৷ আজ এই মামলার রায়ে অভিযুক্ত ২৪ জনকেই আদালত বেকসুর খালাস করে দেয়৷ এরই পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে অস্ত্র শানিয়েছে বিজেপির মুখপাত্র মৃণালকান্তি দে৷