নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ কামরা ভর্তি যাত্রী নিয়ে আগরতলা থেকে শিলচরের উদ্দেশ্যে রওয়ানা দেয় ব্রডগেজে পরীক্ষামূলকভাবে চালানো যাত্রী রেল৷ মঙ্গলবার সকাল ৯টায় যাত্রা শুরু করে ট্রেনটি শিলচরে পৌছায় প্রায় পৌনে সাতটা নাগাদ৷ ১২ টি কামড়ায় সবকটি যাত্রীতে ঠাসা ছিল বলে জানিয়েছেন জনৈক রেল আধিকারীক৷ পথে কোন সমস্যা ছাড়াই ট্রেনটি শিলচর পৌছতে সক্ষম হয়েছে৷
সূচী অনুযায়ী পুণরায় ৫ মে শিলচর থেকে আগরতলায় আসবে রেল৷ পরদিন অর্থাৎ ৬ মে ফিরে যাবে শিলচরে৷ পরীক্ষামূলকভাবে সফলতার সাথে যাত্রী রেল চালানো সক্ষম হলে আনুষ্ঠানিকভাবে রেল সূচনার আগে পর্যন্ত চলতে পারে এই প্রক্রিয়া, রেল সূত্রে এমনই খবর৷
এদিন, শিলচর পর্যন্ত মোট ২২৮ কিমি পথ পাড়ি দেয় পরীক্ষামূলকভাবে চালানো এই যাত্রী রেল৷ পথে ২৬টি স্টেশনে উঠা নামা করেন যাত্রীরা৷
উল্লেখ্য, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ পরীক্ষামূলকভাবে হলেও ব্রডগেজে রেলে করে যাত্রীরা এসে পৌছান আগরতলা৷ রাজ্যবাসী এই পরীক্ষামূলকভাবে চালানো রেলকেই সাদরে অভ্যর্থনা জানান৷ বহু স্টেশনে অপেক্ষমান যাত্রীরা উলু ধবনি দিয়ে বরণ করেন রেলটিকে৷ মঙ্গলবার সকালে আগরতলা স্টেশন থেকে যখন রেল রওয়ানা হয়, তখনও যাত্রীদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে৷
গতকালই রেলওয়ে আধিকারিকরা অনুমান করেছিলেন আজ যখন রেল শিলচরের উদ্দেশ্যে রওয়ানা দেবে তখন যাত্রী সংখ্যা বেশি হবে৷ হয়েছেও তাই৷ আগরতলা স্টেশনের জনৈক রেল আধিকারিক জানিয়েছেন, এদিন প্রায় ৯০০’র কাছাকাছি যাত্রী রেলে যাত্রা করেছেন৷
2016-05-04

