নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ হঠাৎ স্তব্ধ হয়ে যায় ইন্টারনেট পরিষেবা৷ শুধু রাজ্যেই নয়, গোটা পূর্বোত্তরে প্রায় চার ঘন্টা অচল থাকে নেট সংযোগ৷ বিএসএনএল সূত্রে জানা গেছে, একত্রে বেশ কয়েকটি স্থানে ফাইবার অপটিক ক্যাবল কেটে যাওয়ায় এই বিপত্তি দেখা দেয়৷ তাতে শুধু এ রাজ্য নয়, গোটা পূর্বোত্তরেই বিপর্যয়ের মুখে৷ তবে, এদিন সকাল থেকেই ইন্টারনেট পরিষেবা সঠিকভাবে মিলছিল না৷ বিভিন্ন ব্যাঙ্কে কিছুক্ষণ বাদে বাদেই নেট সংযোগ ছিন্ন হয়ে যাচ্ছিল৷ তাতে মহা সংকটের মুখে পড়েন রাজ্যের ভোক্তারা৷ জনৈক বিএসএনএল আধিকারিক জানিয়েছেন, আজ এই সমস্যা গোটা পূর্বোত্তরেই লক্ষ্য করা গেছে৷ কিন্তু দুপুর আড়াইটা থেকে সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়ে ইন্টারনেট সংযোগ৷ বিএসএনএল সহ বিভিন্ন বেসরকারি সংস্থা ইন্টারনেট পরিষেবা কার্যত মুখ থুবড়ে পড়ে৷ তাতে, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাঙ্ক, বিভিন্ন ট্রেডিং সংস্থা এদিন ইন্টারনেট বিপর্যয়ের কারণে মারাত্মক সমস্যার সম্মুখীন হয়৷ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজ্যে শেয়ার বাজারের ট্রেডিং বন্ধ থাকে৷ শেয়ার ট্রেডিংয়ের সাথে যুক্ত জনৈক ব্যক্তি জানিয়েছেন, ইন্টারনেট বিপর্যয়ের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে৷ সব কিছুই যেখানে অনলাইনে হচ্ছে সেখানে ইন্টারনেট সংযোগ আচমকা ছিন্ন হয়ে যাওয়ায় কোন শেয়ার ট্রেডিং করা সম্ভব হয়ে উঠেনি৷
এবিষয়ে বিএসএনএল অবশ্য প্রকৃত কারণ সম্পর্কে সঠিক ভাবে কোন কিছুই জানাতে পারেনি৷ কেবল ফাইবার অপটিক ক্যাবল কাটা পড়ার কারণে এই ইন্টারনেট বিপর্যয় দেখা দিয়েছে বলে বিএসএনএল’র তরফে জানা গেছে৷
একবিংশ শতাব্দীতে এসে গোটা দুনিয়া এখন ইন্টারনেটের মাধ্যমে হাতের মুঠোতে চলে এসেছে৷ বহু অসাধ্য কাজ এখন নিমিষের মধ্যে সমাধান হচ্ছে৷ ফলে, অনেকেরই ইন্টারনেট নির্ভরতা বেড়ে চলেছে৷ হঠাৎ ইন্টারনেট বিপর্যয় দেখা দেওয়ায় এক প্রকার দিশেহারা মনে হয়েছে রাজ্যের বিরাট অংশের জনগণকে৷ বিশেষ করে ব্যাঙ্কে লেনদেনের ক্ষেত্রে সমস্যা হওয়ায় আরো বিপাকে পড়তে হয় গ্রাহকদের৷
2016-05-04
