নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ রাজ্যের প্রতিটি সুকলে দুজন করে কম্পিউটার ফ্যাকাল্টি নিয়োগের জোরালো দাবি জানিয়েছে অল ত্রিপুরা সুকল কম্পিউটার ফ্যাকাল্টিস এসোসিয়েশন৷ মোট পাঁচ দফা দাবিতে এসোসিয়েশনেরপক্ষ থেকে মঙ্গলবার রাজ্যের শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশান ও স্মারক লিপি প্রদান করা হয়৷ মঙ্গলবার আগরতলার সিটি সেন্টারের সামনে থেকে মিছিল করে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার অফিসের সামনে সমবেত হন কর্মচ্যুত কম্পিউটার ফ্যাকাল্টি সহ অন্যান্য বেকাররা৷ শিক্ষা অধিকর্তার কাছে পাঁচ দফা দাবি সনদ তুলে দেওয়া হয়৷ দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ত্রিপুরার প্রতিটি সুকলে কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, প্রতিটি সুকলে দুজন করে কম্পিউটার শিক্ষক নিয়োগ করতে হবে, সুকলে সুকলে কম্পিউটার শিক্ষায় বেসরকারিকরণ বন্ধ করতে হবে, কর্মচ্যুত ৭০০ জন কম্পিউটার ফ্যাকাল্টিকে পুনরায় সরকারিভাবে কম্পিউটার শিক্ষকতার কাজে নিয়োগ করতে হবে৷ কর্মচ্যুত ৭০০ জন কম্পিউটার ফ্যাকাল্টিকে সরকারিভাবে কম্পিউটার ফ্যাকাল্টি হিসেবে পুনরায় নিয়োগ করতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে বয়স উত্তীর্ণদের অগ্রাধিকার দিতে হবে৷ বিদ্যালয় শিক্ষা অধিকর্তা দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছেন৷ ডেপুটেশান প্রদানকালে প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সভাপতি শান্তুনু দেবনাথ ও সম্পাদক দেবাশিষ দাস৷
2016-05-04

