নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ জীবনে পথ চলা থেকে শুরু করে মৃত্যুর প্রাণ মুহূর্ত পর্যন্ত সমাজের প্রত্যেক মানুষই আইনের বন্ধনে আবদ্ধ৷ মঙ্গলবার ত্রিপুরা হাইকোর্ট চত্বরে একটি গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন, হাইকোর্টের মুখ্যবিচারপতি দীপককুমার গুপ্তা৷ ‘আইনের শিক্ষ’ শীর্ষক গ্রন্থখানির আনুষ্ঠানিক প্রকাশ করেন মুখ্যবিচারপতি৷ এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিচারপতি দীপক কুমার গুপ্তা বলেন, ভাবী প্রজন্মকে আইনী শিক্ষায় আরো মনোযোগী করে তুলতে হবে৷ আইনী শিক্ষা ছাড়া সমাজ সঠিক পথে পরিচালিত হতে পারেনা৷ কারণ, প্রতিটি মুহূর্তেই মানুষের জীবনে আইন সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন৷ ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত আইনি শিক্ষা শীর্ষক বইটি বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য খুবই উপযোগী বলে তিনি উল্লেখ করেন৷ মুখ্যবিচারপতি বলেন, আজকের ছাত্রছাত্রীদের কেউ কেউ প্রধানমন্ত্রী, সুপ্রিমকোর্টের বিচারপিত এমনকি রাজ্যপাল পদেও আসীন হতে পারেন৷ স্বাভাবিক কারণেই ছাত্রছাত্রীদের ছোট বেলা থেকেই আইন সম্পর্কে সাধারণ ধারণা থাকা উচিত৷ তাহলেই নানা জটিলতা কাটিয়ে উঠে সঠিকপথে অগ্রসর হওয়া সম্ভব হবে৷ কেননা প্রত্যেক মানুষই আইনের বন্ধনে আবদ্ধ৷ গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে হাইকোর্টের মুখ্যবিচারপতি দীপক কুমারগুপ্তা ছাড়াও অন্যান্য বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারক এসসি দাস, উৎপলেন্দু বিকাশ সাহা, শুভাশিস তলাপাত্র৷ এছাড়া বিশিষ্ট আইনজীবীরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷
2016-05-04

