নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৮ এপ্রিল৷৷ অসমের লোহার পোয়া থেকে রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়ি পর্যন্ত ১০ কিমি, রাস্তা যেন মরণ ফাদে পরিণত৷ অল্প বিস্তর বৃষ্টি পাত হলেই নদীর রূপ ধারন করে ঐ ১০ কিমি, রাস্তা৷ ফলে তীব্র যানজট ও দুর্ঘটনার শিকার হতে হয় অনেক লরি চালকদের৷ রাজ্যের একমাত্র প্রবেশদ্বার এই পথটির বেহাল দশা তবুও সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছে না মডেল রাজ্যের মডেল মুখ্যমন্ত্রী৷ আর তার জন্য যমরগ যন্ত্রণা ভুগছেন সাধারণ মানুষ রাজ্যের ও বহি, রাজ্যের চালকরা৷ এদিকে হতাশা গ্রস্ত চালকদের বক্তব্য এই ১০ কিমি, রাস্তা মত গোটা ভারত বর্ষে এরকম রাস্তা আছে কিনা তাদের সন্দেহ৷ কোনো কোনো চালকরা আবার বলছেন আর তারা লরি নিয়ে ত্রিপুরাতে আসবেননা৷ অপরদিকে রাজ্য বাসীর বক্তব্য আর কতদিন এই যমর যন্ত্রনা সহ্য করতে হবে তাদের৷ প্রতিনিয়ত রাজ্যের প্রবেশদ্বারের রাস্তাটি বন্ধ হয়ে পড়াতে রাজ্যে দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে এবং খাদ্য সংকট দেখা দিচ্ছে৷
2016-04-29

