নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৮ এপ্রিল৷৷ ত্রিপুরার যুবকের অসমে গিয়ে জলে পড়ে মৃত্য৷ প্রবল বর্ষণের ফলে আসাম আগরতলা জাতীয় সড়কটি বন্ধ হয়ে যায়৷ রাস্তায় আটকে পড়ে শত শত লরি৷
এদিকে গতকাল অসমের লোহার পোয়ার লঙ্গাই নদীতে স্নান করতে নেমে জলের তলায় তলিয়ে যায় এ এস০১বি সি/৯৫১৪ নম্বরের লরি চালক বিজয় দেব (২৯)৷ বাড়ি ত্রিপুরার ধরমনগরের পূর্ব হুড়ুয়ায়৷ অপরদিকে আজ দুপুর ১২টা নাগাদ লোহার পোয়ার স্থানীয় এক বাসিন্দা লঙ্গাই নদিতে স্নান করতে গিয়ে খেলতেপান চালক বিজয় দেবর মৃত দেহ নদীর জলে ভেসে আছে৷ খবর দেওয়া হয় বাজারিছড়া থানাকে৷ থানা ঘটনাস্থলে গিয়ে মৃত দেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ বিজয় দেবের পরিবারের সদস্যদের দাবি পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে৷ অসম পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে লোহার পোয়া এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷
2016-04-29

