প্রকাশ্যে এল নেতাজি অন্তর্ধান সংক্রান্ত আরও ২৫টি ফাইল

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.): প্রকাশ্যে এল নেতাজি অন্তর্ধান সংক্রান্ত আরও ২৫টি ফাইল| শুক্রবার ফাইল গুলি প্রকাশ করেন কেন্দ্রীয় সংস্কৃতি রাষ্ট্রমন্ত্রী মহেশ শর্মা| গতমাসে ৫০টি ফাইল প্রকাশ করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে| তখনই এপ্রিলে আরও ২৫টি ফাইল প্রকাশের কথা জানানো হয়েছিল|
প্রতিবারের মতো এদিনও প্রকাশিত ফাইলগুলি ওয়েবসাইটে আপলোড করা হয়| ফাইলগুলি দেখা যাবে netajipapers.gov.in ওয়েবসাইটে| এই ফাইলগুলি প্রকাশ্যে আসায় নেতাজি গবেষকদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে|