পৃথক পথ দুর্ঘটনায় আহত চার

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ আগরতলার লেইক চৌমুহনী এবং বিশ্রামগঞ্জে পৃথক পথ দুর্ঘটনায় চারজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সংবাদ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর বারটা নাগাদ বিশ্রামগঞ্জ বাজার থেকে একটি সুকটিতে করে পিতা পুত্র সহ তিনজন রামনগর ধনাচরস্থিত নিজ বাড়িতে ফিরছিলেন৷ হঠাৎই একটি দ্রুতগামী কমান্ডার জিপ সুকটিটিকে ধাক্কা দেয়৷ তাতে সুকটি নিয়ে ছিটকে পড়ে তিনজনই গুরুতরভাবে আহত হন৷ তাদেরকে প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ প্রত্যেকের মাথায় আঘাত লেগেছে৷ বিশ্রামগঞ্জ হাসপাতাল থেকে তাদেরকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ আহতরা হল সুকটি চালক বিশুভূষণ দেববর্মা, শম্ভু দেববর্মা এবং তার পুত্র বিশ্বজিৎ দেববর্মা৷ কমান্ডার জিপের চালক দ্রুতগামীতা ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ এব্যাপারে বিশ্রামগঞ্জ থানায় একটি মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ গাড়ি ও সুকটি আটক করেছে৷
এদিকে, লেইক চৌমুহনীতে বাবার বাই সাইকেল থেকে ছিটকে পড়ে একটি পণ্যবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর ভাবে জখম হয়েছে এক বালক৷ তার নাম স্যামল দেববর্মা৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ লেইক চৌমুহনীতে পথ দুর্ঘটনায় এক বালক ও গুরুত্বরভাবে আহত হয়েছে৷ আহত বালকের নাম শ্যামল দেববর্মা৷ বাবার নাম সুনীল দেববর্মা৷ বাবার সঙ্গে বাইসাইকেলে করে যাচ্ছিল বালকটি৷ হঠাৎ বাইসাইকেলটি একটি পন্যবাহী মিনি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে৷ তাতে বাইসাইকেল থেকে ছিটকে পড়ে গাড়িটির সঙ্গে ধাক্কা লাগে বালকটি৷ গাড়িটি তাকে বেস কয়েক ফুট জায়গা টেনে হেঁছড়ে নিয়ে যায়৷ তাতে রক্তাক্ত হয় বালকটি৷ বালকটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে সে জিবিতে চিকিৎসাধীন৷
অল্পেতে প্রানে বেঁচেছে বালকটি৷ গাড়ির চালক সতর্ক না থাকলে দুর্ঘটনাটি আরও ভয়ঙ্কর হতো বলে অভিমত ব্যক্ত করেছেন প্রত্যক্ষকর্মীরা৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহন করে তদন্ত শুরু করেছে৷