পুলিশের হাতে প্রহৃত যুবক, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ বোনের বাড়িতে বেড়াতে এসে পুলিশের বেধড়ক মারধরে গুরুতরভাবে জখম হয়েছেন সজল রায় নামে এক ব্যক্তি৷ তার বাড়ি তেলিয়ামুড়ার করইলং এলাকায়৷ তিনি পেশায় শ্রমিক৷ বুধবার চন্দ্রপুরস্থিত বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন৷ মদ্য পান করে বোনের বাড়িতে যাওয়ার সময় সিটি মোবাইলের পুলিশ তাকে আটক

সজল রায়
সজল রায়

করে৷ অসংলগ্ণ কথাবার্তায় বলায় পুলিশ তাকে প্রচন্ড মারধর করে৷ তাতে সজল রায় নামে ঐ ব্যক্তি গুরুতরভাবে আহত হয়৷ অবস্থা বেগতিক দেখে পুলিশ তাকে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ জিবি  হাসপাতালে ভর্তি করে দিয়ে পুলিশ গা ঢাকা দেয়৷ চন্দ্রপুর এলাকা থেকে তাকে আটক করে নিয়ে আসলেও এব্যাপারে কোন মামলা গ্রহণ করেনি পুলিশ৷ পিটিয়ে রক্তপাত করায় আইনী কোন ফ্যাসাদে যাতে না পড়ে সে কারণেই পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে কেটে পড়ার কৌশল নিয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ লক্ষণীয় বিষয় হল পুলিশের মারধরে জখম সজল রায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার বোন কিংবা নিজ বাড়িতে কোন খবর দেয়নি পুলিশ৷  ফলে, তার চিকিৎসাতেও গাফিলতি হচ্ছে বলে অভিযোগ৷ পুলিশের এহেন কার্যকলাপ মানবাধিকার লঙ্ঘনের সামিল বলেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন৷ মদ্য পানের অজুহাতে পাকড়াও করে পিটিয়ে জখম করার অধিকার নিয়েও প্রশ্ণ উঠেছে৷ পুলিশের বিরুদ্ধে এধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে৷ পর পর এসব ঘটনা পুলিশকে রীতিমত কাঠগড়ায় দাঁড় করিয়েছে৷ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ারও দাবি উঠেছে৷