শ্রীনগর, ২৯ এপ্রিল (হি.স.): উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃতু্য হল এক জঙ্গির| সেনা সূত্রের খবর, বৃহস্পতিবার রাত থেকে স্থানীয় একটি মসজিদে লুকিয়ে ছিল ওই জঙ্গি| শুক্রবার সকালে পালানোর চেষ্টা করলে সেনাবাহিনীর গুলিতে মৃতু্য হয় তার|
ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে| বাকিদের খোঁজে এলাকাজুড়ে চলছে তল্লাশি অভিযান|
2016-04-29
