নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ২৮ এপ্রিল৷৷ কাঁটা তারের বেড়া কেটে এক বাংলাদেশী ত্রিপুরায় প্রবেশ করতে চাইলে বি এস এফ জওয়ানরা তাকে আটক করে পুলিশে দিয়ে দেয়৷
কৈলাশহর শহর থেকে কুড়ি কিমি দূরে এই বাংলাদেশীকে পাকড়াও করে বি এস এফ এর এম আই অনুপ সিং৷ ধৃত বাংলাদেশীর নাম আরিস আলী৷ বয়স ৭৫ বছর৷ গ্রাম, লালারচক, থানা কুলাউড়া, জেলা মৌলভি বাজার৷
আরিসের কাছ থেকে বাংলাদেশী সাতাশ হাজার টাকা উদ্ধার করা হয়৷ ধৃত বাংলাদেশী জানান যে, তিনি ভুলবশতঃ ভারতে চলে এসেছেন৷
2016-04-29
