ক্যান্সারের কাছে হার মানলেন দ্বিগ্বিজয়ের কন্যা, দিল্লির হাসপাতালে মৃতু্য

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.): থেমে গেল লড়াই, মারণ রোগ ক্যান্সারের কাছে হার মানলেন প্রবীণ কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিংয়ের কনিষ্ঠ কন্যা কারনিকা কুমারী| দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি| শুক্রবার ভোর ৫.১৫ মিনিট নাগাদ দিল্লির ম্যাক্স হাসপাতালে প্রয়াত হন কারনিকা| মেয়ের মৃতু্যতে ভেঙে পড়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক দ্বিগ্বিজয় সিং|
এর আগে আমেরিকায় চিকিত্সা হয়েছিল কারনিকার| শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ বিমানে কারনিকার মরদেহ রওনা দেয় আহমেদাবাদের উদ্দেশে|