আমাকে গ্রেফতার করলেও কানাকড়ি মিলবে না ঃ বিজয় মালিয়া

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.): ইতিমধ্যে বাতিল করা হয়েছে পাসপোর্ট| জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানাও| তবে এতে ঘাবড়ে না গিয়ে ভারত সরকারকেই ৱুড়ো আঙুল দেখালেন কিং ফিশার কর্তা বিজয় মালিয়া| আপাতত ব্রিটেনের নিরাপদ আশ্রয় ছেড়ে দেশে ফেরার কোনও পরিকল্পনা নেই বলে সাফ জানালেন তিনি| তাঁকে দেশে ফেরানো নিয়ে ব্রিটেনের কাছে ভারতের আর্জিকেও বিশেষ পাত্তা দিলেন না| মালিয়া স্পষ্টতই জানালেন, আমাকে গ্রেফতার করলেও কানাকড়ি মিলবে না|