নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ ফের রাজ্যে গার্হস্থ্য হিংসার শিকার জনৈকা গৃহবধূ৷ অভিযোগ, স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মিলে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মুখে বিষ ঢেলে হত্যা করেছেন৷ জানা গেছে, শিপ্রা সূত্রধর নামে ঐ গৃহবধূর আজ জিবি হাসপাতালে মৃত্যু হয়েছে৷ বুধবার সকালে বামুটিয়া কলকলিয়াতে এই ঘটনাটি ঘটেছে৷ মৃতার পরিবারের সদস্যরা অভিযোগ করে জানিয়েছেন, ঐ গৃহবধূর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনেরা মিলে তাকে বিষ খাইয়ে হত্যা করেছে৷ এদিকে, মৃতার স্বামীর বক্তব্য, সকালে ঘুম থেকে উঠেই সে তার স্ত্রীর মুখ দিয়ে সাদা ফেনা বেরুচ্ছে দেখতে পান৷ সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃতার স্বামীর দাবি তার স্ত্রী আত্মহত্যা করেছেন৷ তবে, আত্মহত্যার পেছনে কোন রহস্য সম্পর্কে মৃতার স্বামী কিছুই জানাতে পারেননি৷
এদিকে, মৃতার পরিবারের সদস্যরা জানিয়েছেন, আট মাস আগে সামাজিক রীতিনীতি মেনে তাদের মেয়ে শিপ্রাকে কলকলিয়ার বাসিন্দা সঞ্জয় সূত্রধরের সাথে বিয়ে দেওয়া হয়৷ বিয়ের পর থেকেই শিপ্রার উপর অমানসিক অত্যাচার চালাতেন তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনেরা৷ এরই চূড়ান্ত পরিণতি আজ সকালে বিষ খাইয়ে তাদের মেয়েকে খুন করা হয়েছে৷ গৃহবধূর আকস্মিক মৃত্যুতে কলকলিয়ায় জনমনে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷ মৃতার পরিবারের সদস্যরা দোষীদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন৷
2016-04-28

